এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার Sసి, মনিবকে—লাবিন্‌স্কির কৌন্ট-মহোদয়কে অপমান করচে—আর তোর স্বচক্ষে দেখেও কিছু বলচিস নে!” এই নাম উচ্চারণ করিবামাত্র ভূত্যবর্গের মধ্যে খুব একটা হৈ চৈ পড়িয়া গেল। একটা অট্টহাস্তে, উহাদের জরির ফিতায় বিভূষিত বুকগুলা ফুলিয়া ফুলিয় উঠতে লাগিল —“দেখ ভাই, এই লোকটা আপনাকে কেন্ট লাবিন্‌স্কি বলে মনে করচে ! হা! হা! হি! তি! বেশ যা হোক ” অক্টেভ-দেহ-ওলাফের ললাট কণ্ঠ শীতল ঘর্ম্ম-বিন্দুতে আর্দ্র হইল । ছোরার ফলার মত তীক্ষ একটা কথা যেন তার মস্তিষ্কের ভিতর দিয়া চলিয়া গেল। “সমারা” দরোয়ানট সত্যই কি আমার বুকের উপর হাঢ় গেড়ে বসেছিল ? তখনকার সে জীবনটা কি আমার বাস্তব জীবন ? আমার বুদ্ধিটা কি চুম্বক-আকর্ষণের প্রক্রিয়ায় একেবারে ঘুলিয়ে গিয়েছিল ? অথবা কেউ একটা ভীষণ যড়যন্ত্র করে আমাকে এই রকম নাকাল করেছে ? এই সব ভূত, যারা আমার কাছে থর থর করে’ কাপত, আমার পদানত হয়ে থাকৃত, তারা কিনা আমাকে চিনতেই পারলে না ! আমায় যেমন কাপড় বদলে দিয়েছে, গাড়ী বদলে দিয়েছে, সেইরকম কি আমার শরীরও বলে দিয়েছে? ঐ ভৃত্যবর্গের মধ্যে যে সবচেয়ে দুবিনীত, সে বলিল :– “দেখ তুমি যে কেণ্টি লাবিন্‌স্কি নও, এইবার ঠিক জানতে পারবে। তুমি যে রকম অপমানের কথা বলছিলে তাই শুনে স্বয়ং কেণ্টি ঐ দেখ সিড়ি দিয়ে নেমে আসছেন।” O দরোয়ানের বন্দী, প্রাঙ্গনের শেষ প্রান্তের দিকে দৃষ্টিপাত করিয়া দেখিলেন, মাটিতে-পোতা তাবুর মত একটা বৃহৎ ছত্রের চাদোয়ার তলে একটি যুবক দণ্ডায়মান। শোভন ছিপছিপে গঠন মুখমণ্ডল ডিম্বাক্কা","