এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§e অবতীর কালো কালো চোখ, শুকসদৃশ নাসা, সরু গোফ,–এ ত তিনিই, তিনি ভিন্ন আর কেহ নয়। অথবা সাদৃষ্ঠে বিভ্রম উৎপাদন করিবার উদ্দেশে সয়তান নিজে বোধ হয় তার প্রেতচ্ছায়ামূর্ত্তি গড়িয়াছেন। দরোয়ান, কয়েদীকে দৃঢ় মুষ্টিতে ধরিয়া রাখিয়াছিল,সেই মুষ্টি শিথিল করিল। দৃষ্টি অবনত, হস্ত পাশ্বে লম্বিত, নিম্পন্দ, নিশ্চল ভৃত্যবর্গ, বাদশার আগমনে গোলামদিগের দ্যায় দেয়ালের গায়ে ভক্তিভাবে সারি দিয়া দাড়াইল । যে সন্মান তাহারা আসল কেন্টকে প্রদর্শন করে নাই, সেই সম্মান তাহারা তাহার উপছায়াকে প্রদর্শন করিল। রাণী প্রাস্কোভির পতি, খুব সাহসী হইলেও স্বকীয় দ্বিতীয় মূর্ত্তির আগমনে, তাহার মনে কেমন একটা ভীতির সঞ্চার হইল । তাহাদের বংশগত একটা প্রাচীন কাহিনী তাহার মনে পড়িয়া গেল, তাহাতে এই ভয় আরও বদ্ধিত হইল। প্রতিবার লাবিন্‌স্কি-বংশের কোন ব্যক্তির যখন মৃত্যু হয়, ঠিক তাহার মত দেখিতে এক উপছায়া আসিয়া ঐ ংবাদ তাহাকে পূর্ব্বেই জানাইয় দেয়। য়ুরোপের উত্তর খণ্ডের লোকের মধ্যে, স্বপ্নেও নিজের দ্বিতীয় মূর্ত্তি দেখাটা মৃত্যুর পূর্ব্বস্থচনা বলিয়া চিরদিন গৃহীত হইয়া আসিতেছে। সুতরাং কাকেশশের এই নির্ভীক যোদ্ধ পুরুষ, আপনার বাহিরে আপনার ছায়ামূর্ত্তি দর্শন করিয়া, একটা অন্ধ-সংস্কারমূলক দুরতিক্রম্য আতঙ্কে আক্রান্ত হইলেন ; কামান হইতে গোলা বাহির হইতে যখন উদ্যত, এমন সময়ে যিনি নির্ভয়ে কামানের মুখে হাত ঢুকাইয়া দিয়াছিলেন, সেই তিনি এখন কিনা নিজেরই সম্মুখ হইতে ভয়ে পিছু খুঁটিলেন। কেন্ট লাবিন্‌স্কি-ওলাফ-দেহধারী অষ্টেভ, স্বকীয় পুরাতন শরীরের অভিমুখে অগ্রসর হইলেন। ঐ শরীরের মধ্যে কৌন্টের আত্মা কখন যুীয়ুঝি করিতেছিল, কখন ক্রোধে প্রজলিত হইতেছিল, কখন বা ভয়ে