এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবতার ዋፃ তাহার সাজসজ্জা শীঘ্রই হইয়া গেল। কেণ্টি অক্টেভ নহে— এই বিষয়ে কিছুমাত্র সন্দেহ না করিয়া চাকর কৌন্টের বস্ত্র পরিধানে সাহায্য করিল। তাহার পর জিজ্ঞাসা করিল,—“কোন সময় মহাশয প্রাতভোজন করতে ইচ্ছা করেন?” কৌটি উত্তর করিলেন – “নিত্য-নিয়মিত সময়ে” । তাহার ব্যক্তিত্ব ফিরিয়া পাইবার চেষ্টায় পাছে কোন বাধা ঘটে, এই মনে করিয়া তাহার এই দৈহিক পরিবর্তনটা আপাততঃ মানিয়া লইবেন বলিয়া সঙ্কল্প করিলেন । চাকর প্রস্থান করিলে, অক্টেভ-দেহ-ওলাফ, সংবাদ-পল্লাদির সহিত যে দুইখানা চিঠি তার জন্য আনা হইয়াছিল, সেই দুইথান চিঠি পুলিলেন ; আশা করিয়াছিলেন, তাহার মধ্যে, তাহার রূপান্তর সম্বন্ধে কোন খোজখবর পাইবেন । প্রথম চিঠিতে কতকগুলি প্রণয় ভৎসনা আছে-- লেখিকা আক্ষেপ করিয়াছেন, কেন বিন কারণে তার বন্ধুত্ব প্রত্যাখান করা হইল। দ্বিতীয় পত্রে, অক্টেভের উকিল অক্টেভকে পীড়াপীড়ি করিয়া লিখিয়াছেন, ভাড়ার হিসাবে তিনি যে টকা পাঠলেন, তাতার চতুর্থাংশ যেন কোন লভ্যজনক কাজে খাটনি হয় । কোট মনে মনে ভাবিলেন : — “তাই নাকি, তবে ত দেখছি যার শরীরে আমি বাস করছি—সেই অক্টেভ নামে একজন লোক বাস্তবিকই আছে ; সে তা হ’লে একট। কাল্পনিক জীব নয় । তার ঘর-বাড়ী আছে, তার বন্ধু সন্মাণ আছে, তার উকীল আছে, টাকা খfটালীর মূলধন আছে-এ সিম চন্দ্রলোক গৃহস্থের যা থাকা উচিত সবই আছে, কিন্তু আমার দ্য বেশ মনে হচ্চে-আমিই কৌটি ওলাফ-লাবিনস্ট্রি ” بیر কিন্তু আশিতে একবার কটাক্ষপাত করিদুমাত্র তার দৃঢ় বিশ্ব ds همه م.م. so: হইল, তাহার এই মতের সঙ্গে কাহারও মিল হইবে না-কেই ইহুর্তে