“ь-8 অবতার হইল। তিনি বুঝিতে পারিলেন, প্রেমাসক্ত যুবক তার ছবি আঁকিয় নিরাশ প্রেমের অক্লান্ত ধৈর্য্যসহকারে আসলের অভাবে এই নকলকেই তার প্রেমাঞ্জলি অর্পণ করিতেছে। এই ক্ষুদ্র গুহ দেবালয়টিতে ‘ম্যাডোনা’কে স্থাপনা করিয়া, নতজানু হইয়া, নিরাশ হৃদয়ে তাহারই পূজা-অৰ্চনায় নিযুক্ত রহিয়াছে। - “কিন্তু যদি এই অক্টেভ, আমার শরীর অপহরণ করিবার জন্ত, এবং আমার শরীর ধারণ করিয়া প্রাস্কোভির প্রেম আকর্ষণ করিবার জন্য সয়তানের সঙ্গে চুক্তি করিয়া থাকে ?” কিন্তু উনবিংশ শতাব্দীতে এইরূপ অনুমান অসম্ভব মনে করিয়া, এই অনুমানটিকে কেন্ট শীঘ্রই মন হইতে দূর করিয়া দিলেন। এমন অসম্ভব কথা বিশ্বাস করিতে উদ্যত হইয়াছিলেন, মনে করিয়া তিনি একটু হাসিলেন। তার চাকর যে খাবার রাখিয়া গিয়াছিল, ঠাণ্ড হইয়া গেলেও তাঁহাই আহার করিলেন । আহারাস্থে পরিচ্ছদ পরিধান করিয়া গাড়ী আনিতে বলিলেন। গাড়ীতে উঠিয়া ডাক্তার বালথাজার শেরবোনের গৃহে উপনীত হইলেন। গৃহে প্রবেশ করিয়া সেই সব কক্ষের মধ্য দিয়া চলিতে লাগিলেন, যেখানে গত রাত্রে কোন্ট ওলাফ-লাবিন্স্কির নামেই প্রবেশ করিয়াছিলেন, কিন্তু সেখান হইতে যখন বাহির হইয়া আসেন, তখন সকলেই তাকে অক্টেভের নামে অভিবাদন করিয়াছিল। ডাক্তার তার দস্তুরমত, পিছন দিকের শেষকামরার পালঙ্কে উপবিষ্ট ছিলেন। হাতের মধ্যে পা-টা রাখিয়া গভীর চিন্তায় যেন নিমগ্ন । o: কৌন্টের পদশব্দ শুনিয়া ডাক্তার মাথা উঠাইলেন। “আঃ! অক্টেভ,তুমি ? আমি তোমার ওখানেই যাচ্ছিলাম; কিন্তু রোগী 'অপনা হতেই ডাক্তারকে দেখতে এল—এটা শুভ লক্ষণ বলতে হবে।”
পাতা:অবতার.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।