অবতার مربيا & মুখের সঙ্গে, তোমার মনোগত কাল্পনিক মুখের মিল হচ্চে না বলেই তুমি বিস্মিত হয়েছ।—এই কথাটা বিবেচনা করে দেখ না, সবাই তোমাকে অক্টেভ বলচে ; সুতরাং তোমার নিজের বিশ্বাসের কথায় ভুলো না । দিন পনেরো আমার এইখানে থাক –স্নান, বিশ্রাম, বড় বড় গাছের তলায় পায়চালি করলেই তোমার এই মনের বিকারটা কেটে যাবে।” কৌণ্ট মস্তক অবনত করিয়া, অঙ্গীকার করিলেন, আবার তিনি আসিবেন। ডাক্তারের কথায় অগত্যা বিশ্বাস করিলেন । কৌণ্ট তার আবাস-গৃহে ফিরিয়া গিয়া হঠাৎ দেখিলেন, টেবিলের o, উপর, কৌন্টেস লাবিন্স্কার নিমন্ত্রণ-পত্র রহিয়াছে—ঐ পত্রপানাই পূর্বে অক্টেভ ডাক্তার শেরবোনোকে দেখাইয়াছিল। কোন্ট বলিয়া উঠিলেন – “এই যাদু-কবচটা সঙ্গে নিলেই, তার সঙ্গে দেখা হতে পারবে ।” ఏ যে সময়ে লাবিন্স্কি-প্রাসাদের ভূত্যের প্রকৃত কেণ্ট লাবিন্স্কিকে, গাড়ীতে উঠাইয় দেয় এবং কেন্ট নিজের ভূস্বর্গ হইতে তাড়িত হইয়া অক্টেভের বাসা-বাড়ীতে আসিয়া উপনীত হন—সেই সময় রূপান্তরিত অক্টেভ ধবধবে-সাদা একটি ক্ষুদ্র বৈঠকখানা ঘরে গিয়া- কখন কোণ্টেসের ফুর্সৎ হয়, তাহারই প্রতীক্ষা করিতেছিলেন। চিমনীর আগ্নেয়স্থানটা ফুলে ভরা ; সেই চিমনীর সাদা মার্ব্বেল পাথরে ঠেস্ দিয়া, কেন্টি-দেহধারী অক্টেভ আপনার প্রতিবিম্ব দেখিতে পাইল । আয়নাটা সোনালি পায়া-ওয়ালা দেয়ালে-মারা একটা ব্র্যাকেটের উপর মানানসই রকমে বসানো। যদিও অক্টেভ দেহ-পরিবর্তনের ভিতরকার
পাতা:অবতার.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।