পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ওপারে চালান দিতে লাগলেন। মানুষেরা খুব চটকদার ছেলে পেয়ে খুশি রইল। এদিকে আমি রোজ রোজ বাবুইদের মজুরি চোকাতে লাগলুম। সন্ধেবেলা তারা সারি সারি ডালে এসে বসে, আর আমি এক দুই তিন করে, একে-একে নোটের এক-এক কোণ ছিড়ে তাদের দিয়ে চলি, আর তারা সেগুলো মুখে করে উড়ে পালায়। ছ'মাস পরে আমার নেীকে তৈরি হল । নৌকোর ভিতরটায় মেটে দেওয়াল, বাইরেট সবুজ ঘাসপাতায় ছাওয়া, চমৎকার দেখতে হল। আর সব পাখির নৌকোটা দেখে হিংসেয় জ্বলে গেল। তারা বললে, “এ নেীকে জলে ভাসবে না, কাত হয়ে পড়বে। কিন্তু নেীকো ঠিক সোজা ভাসল । তখন তারা বললে, 'জল উঠবে, কিন্তু জল এক ফোটাও উঠল না। তারপর তারা বললে, দাড় নেই নেীকো কখনো চলে ? বাবুইপাখিরা এবার মুখ চাওয়াচাওয়ি করছে দেখে আমি বললুম, দাড় কী হবে ? আমি পাল তুলে ভেসে যাব । আমার ছেড়া কথাখানায় পাল তৈরি করে নৌকোতে খাটিয়ে দিলুম। সেদিন পূর্ণিমে, দেখতে-দেখতে জলের উপর চাদের আলোর রাস্তা ধরে ওপারে আমার নেীকো পাড়ি দিতে চলল । মাঝদিঘিতে আসতে না আসতেই উল্টো বাতাসে আমার নেীকে কাত হবার যোগাড় হল, আমি তাড়াতাড়ি পাল নামিয়ে দিলুম। সামনেই জোড়ার্সকো, নোকোট। আস্তে-আস্তে স্রোতের টানে সেই দিকেই চলল। সঁকোর নিচে দিয়ে পীরবাগানের একটা খাল বেয়ে, নেীকো নন্দনবাগানের গোল ফোয়ারার মধ্যে ছোটো পাহাড়ের গায়ে, এক বিঘত একটা তেঁতুল গাছের তলায় গিয়ে ঠেকল । আমি তেঁতুলগাছে নেীকে বেঁধে খপ করে ডাঙায় লাফিয়ে পতৃলুম। টুনু, অনু, ভানু, রান্নু বলে একদল মেয়ে, আর সোনা, মোন, সুজে, সুজি আর টোটো বলে কট। ছেলে, সেই এক বিঘত তেঁতুল তলায় খেলে বেড়াচ্ছিল, আমাকে দেখে বলে উঠল, ‘ও ভাই ব্যাঙ ? কেবল সবচেয়ে ছোটো যে টোটো বলে ছেলেটা সে বললে, “এ ভাই >8br