অমনি চড়াই বলে উঠল, "তাওয়ায় চড়ানে ভিমসিদ্ধ খেতে ' “ठेिक, ठेिक ' পায়র এার আলুসে থেকে একেবারে মুখ কুকিয়ে বললে, "ার শুনেছি নাকি তিনি কী গুণগান জানে, যার গুণে তিনি নাম ধরে ডাক দিলেই পৃথিবীর রাঙা,ফুল, তারা শুনতে পায়, আর অমনি চারি দিকে ফুটে ওঠে, রাজ্যের অশোক শিমূল পাকল পলাশ জব লাল পারিজাত গোলাপ আর গুল-আনার ? ‘এও ঠিক সত্যি, ঠিক সত্যি।’ 'আর নাকি যার গুণে এমন হয়, সে-মস্তর জগতে তিনি ছাড়া আর কেউ জানে না।’ সাদ মুরগি উত্তর দিলে, না। শুনেছি, তার পিয়ারী যে পাখি, সেও জানে না, কী সে-মস্তর।’ ‘র্তার পিয়ারী পাখিরা জানে না বল ? সাদা মুরগি উত্তর করলে না। পায়রার একটিমাত্র পিয়ারী —কপোতনী ; কাজেই কুঁকড়োর অনেক পিয়ারী শুনে সে একটু চমকে গেল। চড়াই বলে উঠল, অবাক হলে যে ? কুঁকড়োর পিয়ারী অনেক হবে না তো কি তোমার হবে। তুমি তো বল কেবল ঘুঘু, আর তিনি যে নানা ছন্দে গান করেন ? পায়রা বললে, কী আশ্চর্য। তার সব চেয়ে পিয়ারী মুরগি, সেও জানে না তবে কী সে মহামন্ত্র ? অমনি সুরকি খাকি কালি সাদি গুলজারি যে যেখানে ছিল, সবাই একসঙ্গে বলে উঠল, না গো না, জানি না তো, জানি না ভেণি’ .এই-সব কথা হচ্ছে, ইতিমধ্যে দেখা গেল একটি মন্থয়া কুঞ্জলতার পাতার উপর এসে বসেছে আর একটা সরু আটাকাঠি আস্তে আস্তে • মন্বয়াটির দিকে' ৰেড়ার ধার থেকে এগিয়ে আসছে –কাঠির মাথায় সাপের করের মতো দড়ির ফাস । br
পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।