পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেওলায়-পিছল রাস্তা দিয়ে গুগলী আস্তে আস্তে চলেছে। রিদয়কে গুগলী শুধোলে –‘কোথায় যাওয়া হচ্ছে এত তাড়াতাড়ি ? রিদয় পাখিদের কাছে পশুদের কাছে দাবড়ি খেয়ে চিট হয়ে গিয়েছিল, এবারে সে খুব ভদ্রত করে উত্তব দিলে –‘আজ্ঞে, আমি কৈলাস-পর্বতে শ্রীশ্রীগণেশঠাকুরের ছি-চরণে কিছু নিবেদন করতে যাচ্ছি। আপনি কোথায় যাচ্ছেন? . গুগলী উত্তর করলে—“আমি গঙ্গাসাগরে ছান কত্তি যেতেছি।’ রিদয় মুচকে হেসে শুধোলে –‘কতদিনে সেখানে পৌছবেন ? ‘যে কয়দিনে পারি ? বলে গুগলী রিদয়কে শুধোলে –“কৈলাসপর্বতে তুমি কহন পৌছাবে ? ‘বোধ হয় ছচারদিনে ’ বলে রিদয় আস্তে-আস্তে গুগলীব সঙ্গে 'চলল । গুগলী খানিক চুপ করে থেকে বললে—“আমি বোধকবি ছোড় দিন-ট্যেকের মধ্যেই গঙ্গাসাগবে পোঁচে যাব, কী বল ? রিদয় এবার ঘাড়-নেড়ে বললে – “ত কেমন কবে হবে ? যে গুটিগুটি আপনি চলেছেন, তাতে ঐ ঠাসপুকুরে পৌছতেই তো ' আপনার একদিন লাগবে ।’ গুগলী বললে—‘ওহান থিকে না হয় বড়ো জোর একটা দিন লাগুক । পুকুরের ওপারটাতেই তো স্বমুদুর। রিদয় হেসে বললে—তবেই হয়েছে! পুকুরের ওধ র পুকুরের পাড়, তারপরে সবজী-খেত, তার ওধারে তেপান্তরের মাঠ, মাঠের ওধারে সব গ্রাম, গ্রামের পর বন, বনের পর নদী, নদীর ওপারে নগর, নগরের পরে উপনগর, তার পরে উপবন, উপবনের পরে উপদ্বীপ, তারপর উপসাগরের উপকূল, তারপর উপসাণর—যেখানে গঙ্গার স্রোত গিয়ে পড়েছে। দেড়-দিন কি, দেড়-বছরে সেখানে পৌছতে পারেন কিনা সন্দেহ । কেন মিছে হাটছেন ? নিজের “ঘরে ফিরে যান ? গুগলী ভাবলে রিদয় তার সঙ্গে মস্করা করছে । সে আকাশে ››ዓ