পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুঁকড়ো ব্যাপার বুঝে খুব খানিকট হেসে স্থাথা হেলিয়ে বললেন, আছে তো আছে। এ গলার একেবারে টুটির ঠিক মাঝখানে খুব শক্ত জায়গায় সেটা লুকোনো আছে, খুজে পাওয়া শক্ত বীজমস্তরটা মুরগিদের কানে দেবার জন্তে কুঁকড়ে মোটেই ব্যস্ত ছিলেন না, তবু চুপিচুপি তাদের প্রত্যেকের কানের কাছে মুখ নিয়ে নিয়ে বললেন, ‘দেখো, মাঠের মধ্যে যখন চরতে যাচ্ছ, তখন খবরদার ঘাসের ফুল মাড়িয়ে না, ফুলের পোকা খেয়ে কিন্তু ফুল যেন ঠিক থাকে। খবরদার, যা-ও ’ মুরগির চলে যাচ্ছিল, কুঁকড়ো তাদের ডেকে বুললেন, ‘জানে, যখন যাবে চরতে--- এক মুরগি পাঠ বললে, বাগিচায়। কুঁকড়ে বললেন, পয়লা মুরগি— ইস্কুলের মেয়েদের মতো সব মুরগি একসঙ্গে বলে উঠল, আগে যায। কুঁকড়ে হুকুম দিলেন, যt—ও । মুরগির যাচ্ছিল, কুঁকড়ে তাড়াতাড়ি তাদের ডেকে সাবধান করে দিলেন, সড়ক পার হবার সময় রাস্তায় কী আছে, তা খুটে নেবার চেষ্টা করা, ভুল, গাড়িচাপা পড়তে পার।’ & মুরগিরা ভালোমানুষের মতে বেড়ার ফাকটার সামনে গিয়ে দাড়াল। কুঁকড়ে চারি দিক দেখে বললেন, দুই তিন চার, সিধে হও পার। ঠিক সেই সময় দূরে মটরগাড়ির ড়ে । বাজল, হাউ মাউ—খাউ। কুঁকড়োর অমনি সাড়া পড়ল –ভেপুর চেয়ে জোর আওয়াজ–স-বু-উ-উ-র’। বেড়ার ধার দিয়ে সা-করে খানিক ধুলো আর ধোয় গড়াতে গড়াতে চলে গেল। মিনিট কতক পরে যখন সব পরিষ্কার হল, তখন কুঁকড়ে মুরগিদের যাবার পথ ছেড়ে একপাশে সরে দাড়ালেন। একে একে মুরগির চলল, সাদি থাকি গুলজারি। সুরকি সব-শেষে। সে কুঁকড়োকে বলে গেল, কাব্যাং, যা-খাই তাতেই আজ তেল-তেল গন্ধ করছে, যেন তেলাকুচোর তেলফুলুরি। বাপির আড়ালে খাকি মুরগি, সে মনে মনে বললে, রক্ষে, তিনি আমাকে দেখেন নি, বাচলেম কাপু । లి