পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

कफेरक cलष1-*ान्नि१ अक् प्रक्लिग्ना !' ७lहे इअ८फ़्ब्र नश्वउथानांब्र দেখছ না চুড়ে দশক্রোশ থেকে দেখা যায় —এমনি ছন্নড় এটা ? কানা কুকুরটা ঘেউ-ঘেউ করে থামলে হাসের হাসতে-হালতে বললে –‘আরে মুখ্য, আমরা কি তোর রাজার কথা, না রাজবাড়ির কথা, না মাটির কেল্লার কথা শুধোচ্ছি ? ওই ভাঙা ফটকের ধারে পোড়ো বাগানে ভাঙা মদের পিপেট কার, তাই বল না ' ' এমনি রঙ-তামাশা করতে-করতে হাসের মুড়িয়া ছাড়িয়ে সুরেশ্বরে —যেখানে প্রকাগু ঠাকুর-বাড়ির ধারে সত্যিকার বাগ-বাগিচা, দীঘি-পুষ্করিণী, ঘাট-মাঠ রয়েছে, সেইখানে কুশ-ঘাসেরও গোড়া খেতে -নামল। ওদিকে মেঘনা, এদিকে পদ্মা —এই দুই নদী যেখানে মিলেছে, সেই কোণটিতে হল সুরেশ্বর-মঠ । চারদিকে আম-বাগান, জাম-বাগান, "ঠাকুর-বাড়ি, অতিথিশালা, ভোগ-মন্দির, দোলমঞ্চ, আনন্দবাজার, রথতল, নাট-মন্দির, রন্ধনশালা, ফুল-বাগান, গোলাম-গোষ্ঠ, পঞ্চবটী, তুলসীমঞ্চ, রাসমঞ্চ, রামকুণ্ডু, সীতাকুণ্ড, গোলোকধাম, দেবদেবী-স্থান –এমনি একট পরগনা জুড়ে প্রকাও ব্যাপার! এরি এক-কোণে বন আর মাঠ। সেইখানে হাসদের সঙ্গে রিদয় নেমেছে। কেন যে এত বেলা থাকতে এখানে হাসের এসে আড্ডা গেড়ে বসল, রিদয় তা বুঝলে না, ভেবেও দেখলে না, নিজের মনে বনে-বনে ঘুরে পাত-বাদাম আর শাক-গ'ত কুড়িয়ে ছায়ায়-ছায়ায় খেলে বেড়াতে লাগল। লুসাই হাসের ডানা ভালো হওয়া পর্যন্ত হাসেরা সেখানে অপেক্ষ করবার মতলব করেছে। একদিন খোড়া হাস ঘটে। শোল-মাছের ছানা এনে রিদয়কে দিয়ে বললে –‘খেয়ে ফেল। মাছ না খেলে রোগ হবে। রিদয় এবারে টপ-করে হাসের মতে সে-তুটো গিলে ফেলল। তারপর খোড়া হাসের পিঠে চড়ে নানা-রকম খেলা চলল। কোনো দিন জলে বুনো হাসদের সঙ্গে সাতার-খেলা, কোনো দিন দৌড়াদৌড়ি, লুকোচুরি, হাসের লড়াই –এমনি সারাদিন ছুটোছুটি চেঁচামেচি। এমন আনন্দে রিদয় জন্মে ২৩৩