ঘুরিয়ে দেয় হুবুদ্ধি এই দুই অদ্ভূত জানোয়ু, কথা-সর্বস্ব হরবোল । আর পাখা-সর্বস্ব চালচিত্র। . কুঁকড়ো কাজে যেমন দড়ে, বুদ্ধিতে তেমনি ; চড়াই আর ময়ূরের চেয়ে অনেক বড়ো, দিলদরিয়া, কাজেই পৃথিবীতে অন্তত এই গোলাবাড়িতে যে তার কেউ গোপনে সর্বনাশের চেষ্টায় আছে, এটা বিশ্বাস করা কুঁকড়োর পক্ষে শক্ত । তিনি বললেন, ‘জিন্ম নিশ্চয়ই একটু বাড়িয়ে বলছে, অন্তের সামান্য দোষকে সে এত যে বড়ো করে দেখছে, সে কেবল তাকে সে খুবই ভালোবাসে বলে। চড়াই হল র্তার ছেলেবেলার বন্ধু আর ময়ূরটা লোক তো খুব মন্দ নয়। আর যদিই বা তার শত্রু সবার হয়, তাতেই বা ক্ষতি কী। তিনি র্তায় গান এবং মুরগিদের ভালোবাসা পেয়েই তো সুখী, নেইবা আর কিছু থাকল।’ জিন্ম অনেকদিন এই গোলাবাড়িটায় রয়েছে, এখানকার কে যে কেমন, তা জানতে তার বাকি ছিল না । কুঁকড়োর উপরে মুরগিদেরও যে খুব টান নেই, তারও প্রমাণ অনেকবার পাওয়া গেছে। বিশ্বাস কাউকে নেই।’ বলেই জিন্মা এমনি এক হুংকার ছাড়ল যে পাচিলেব গায়ে চড়াই পাখিব খাচাট পর্যন্ত কেঁপে উঠল । ব্যাপার কী ? বলে চড়াই কুঞ্জলতার মাচা বেয়ে নিচে উপস্থিত। জিন্ম চড়াইকে সাফ জবাব দেবার জন্যে চেপে ধরলে । আড়ালে একরকম আর কুঁকড়োর সামনে অন্তরকম ভাব দেখানে আর চলছে না। বলুক সে-চড়াইট সত্যিই কুঁকড়োকে পছন্দ করে কিনা, না হলে আজ আর ছাড়ান নেই । চড়াই মনে মনে বিপদ গুনলে। কিন্তু কথায় তার কাছে পারবার জো নেই। সে অতি ভালোমানুষটির মতো উত্তর করলে, ‘কুঁকড়োকেও টুকরো-টুকরো ক’রে দেখলে বাস্তবিকই আমার হাসি পায় ; আর তার খুটিনাটি এটি-ওটি নিয়েই আমি তামাশ করে থাকি। কিন্তু সবখানা জড়িয়ে দেখলে কুঁকড়োকে • আমার শ্রদ্ধাই হয় বলতে হবে। শুধু তাই নয়, কুঁকড়োর খুটিনাটি • নিয়ে আমি যে ঠাট্টা-তামাশাগুলো করে থাকি, সেগুলো সবাই ষে" অপছন্দ করে না, সে তো তুমিও জানো জিন্ম ।’ »ግ جسست , اتجة
পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।