পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাজুধ হতে ইচ্ছে হয় তো বলে আমি নিজে গণেশ-ঠাকুরকে তোমার জন্তে রেকমেণ্ডেসন পাঠিয়ে দিচ্ছি।’ রিদয়ের আর মোটেই মানুষ হতে ইচ্ছে ছিল না. হাসেদের সঙ্গে দেশ-বিদেশ দেখতে-দেখতে বড়ো মজাতেই সে দিন কাটাচ্ছে, তবু মানুষ হবার রেকমেণ্ডেসনখান না নিলে চকা পাছে কিছু মনে করে, সেই ভয়ে বললে –‘মানুষ হবার সময় হলে আমি তোমাকে জানাব। এখন কিছুদিন তোমাদের সঙ্গে থাকতে আমি ইচ্ছে করেছি।” চক। ঘাড় নেড়ে বললে –‘সেই ভালো ; যখন ইচ্ছে হবে বলে, আমি সট্রিফিকিট দিয়ে তোমাকে গণেশের কাছে পাঠাব। এখন হাসের দলে হংসপাল হয়ে থাকো ’ বলে চকা রিদয়ের মাথাটা ঠোট দিয়ে চুলকে দিলে। অমনি চারিদিকে বুনো হাস রিদয়ের নতুন উপাধি ফুকরে উঠল –‘হংপাল ! হংপাল ! বনের পাখিরা প্রতিধ্বনি করলে –‘হি-রি-দ-য় হংসপাল |’ २88