পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চুপি উঠোনে বার হয়েছে দেখে কুঁকড়ে তাকে এক ধমক দিযে তাড়িয়ে ঘরে ঢুকিয়ে দিলেন। তার পর আস্তে আস্তে সোনালির বাক্সটার কাছে গিয়ে কুঁকড়ে বললেন, ‘মোন। ঘুম ঘুম সুরে সোনালিয়া উত্তর দিলে কী।’ কুঁকড়ে একবার বললেন, না।’ তার পর আবার নিশ্বেস ছেড়ে বললেন, না: কিছু নয়।’ বলে কুঁকড়ো মই বেয়ে উপরে চলে গেলেন। উপরে গিয়ে কুঁকড়ে একবার ডাক দিলেন, ‘রাত, ভারী রাত ? তার পর কুঁকড়ে সে রাতের মতো চোখ বুজলেন খোপে ঢুকে। চারি দিক নিশুতি হল আর অমনি কালে বেড়ালের সবুজ চোখদুটো অন্ধকারে ঝকঝক করে উঠল। অমনি ভোঁদড় বললে, ‘আমিও তবে চোখ খুলি ? ভাম বললে, “আমিও। জোড়া চোখ ছাদের লালসেতে জ্বলজ্বল কবে ঘুরতে লাগল। ছুচে ইছর আর বাদুড় তিনজনেই বললে, “আমরাও তবে চোখ খুললেম ।’ কিন্তু এদের চোখ এত ছোটো যে খুলল কি না বোঝা গেল না, কেবল তাদের চিক চিক আওয়াজ শোনা গেল। একটু পরেই অন্ধকার থেকে তিনটে পেচা আগুনের মতো তিন জোড়া চোখ খুলে সুট করে দেখা দিলে। তখন সবুজ হলদে লাল —সব চোখ এ ওর দিকে চাওয়া-চাওয়ি করতে থাকল আর বলাবলি কান্ত লাগল, 'আছ তো ? এসেছ ? আছ তো, এ্য এ্য।’ বেড়ান্স পেচাকে শুধল, আছ তো । পেচা ভোদড় বাদুড়কে, এমনি সবাই সবাইকে শুধলে, “আছ তো। ঠিক আছ তো । ঠিক আজকে তো । আসছ তো ঠিক ? বেড়াল শুধলে, ‘আজই নাকি । পেচাতিনটে জবাব দিলে, ‘হাঃ হাঃ হাঃ ’ চড়াই খাচার মধ্যে জেগে উঠে শুনলে এক পেচা আর-এক পেচাকে শুধচ্ছে, "ঘেটে কিসের । অন্য পেচা বলছে, কুঁকড়োর সর্বনাশেব ঘোট রে ঘোট। ভোদড় অমনি শুধলে, কো-ও-থায় । পেচাঁর উত্তর দিলে, পাকুড়তলে, পাকুড়তলে, পাকুড়তলে, পাকুড় পাকুড় পাকুড়তলে। ভাম শুধলে, ক-খ-ন' উত্তর , হল, আটটায় \లి