পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৪১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

—এই তোমারই মত বয়েস। —তবে পাচিলে হাত পেলে কী রকম করে ? এইবার তোমার বাজে কথা ধরা পড়েছে। বাজে কথা কেন হবে ? তুমি পাচিলে উঠে বিয়ে বাড়ির বাজনা-বাছি দেখ কেমন করে ? —তুমি গাছে চড়তে পার ? —না, কিন্তু গাছে চড়ে পটুকান খেয়েছিলে সেদিন আমি দেখেছি । —কখন না। পট কান খেতে আমি ভালই বাসিনে, আমি ঘুড়ি পাড়তে উঠেছিলেম গাছে । আজ আর গল্প থাক দাদামশায়। —আর একটুখানি আছে। —না আমার ঘুম পাচ্ছে, থাক আজ । —আরে না না, বাকিটুকু না শুনলে খাপ্পা হবে ধরমরাজ । শোন বলি । —না আমি শুনব না। যমরাজ ধরমরাজ আমার ভাল লাগে ন। —আমি কানে আঙল দিলুম। —বেশ, আমিও আর এ গল্প বলচিনে—নাক মললুম। 8 o 8