বিজ্ঞপ্তি ভাষাশিল্পী অবনীন্দ্রনাথ বাংলা সাহিত্য জগতের এক অতুলনীয় ব্যতিক্রম। তার সমগ্র রচনা কয়েকখণ্ডে সম্পূর্ণ হবে। পূর্বে প্রকাশিত প্রথম খণ্ডে তার স্মৃতিকথা মূলক রচনাগুলি সংকলিত হয়েছে। দ্বিতীয় খণ্ডে সংযোজিত হয়েছে শিশু সাহিত্যমূলক বচন । তৃতীয় খণ্ডে প্রকাশিত হল শিশুদের জন্য লেখা আরও অনেকগুলি রচনা। পূর্বে গ্রন্থভুক্ত হয়নি, সাময়িক পত্রে বিক্ষিপ্ত এমন কয়েকটি রচনাও এখানে সংযোজিত হয়েছে। স্ত্রপুলিনবিহারী সেন, শ্রীশঙ্খ ঘোষ, মোহনলাল গঙ্গোপাধ্যায়, শ্রীমতী মিলাড গঙ্গোপাধ্যায়, শ্রীশোভনলাল গঙ্গোপাধ্যায় প্রভৃতির সহায়তা ছাড়া এ বই প্রকাশ সম্ভব হত না। তাছাড়া শ্রীসনুৎকুমার গুপ্তর কাছে নানাবিধ আনুকূল্য পাওয়া গেছেT_ స్ట్లో ংশে গ্রন্থ-পরিচয় রচনা করেছেন শ্রীপার্থ সমু। বিশ্বভারতীর সৌজন্যে নন্দলাল বসু চিত্রিত ‘আলোর ফুলক্টিং-র প্রচ্ছদ ব্লকটি ব্যবহার করা সম্ভব হয়েছে। এদের সকলের কাছেই আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই । তৃতীয় খণ্ড প্রকাশে বিলম্ব হওয়ায় আমরা বিশেষ কুষ্ঠিত। আশা করি পরবর্তী খণ্ডগুলি দ্রুত প্রকাশ করা সম্ভব হবে।
পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।