পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৫১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমলা পড়তে পারে, পারে না তুলতে কঁাথার ফুল । বঁচীর সুচৗকর্মে একটু হয় না ঘর ভুল । পড়াতে নিরেশ, সেলাই করাতে সরেশ, পড়াতে সরেশ, সেলাইয়ে নিরেশ, হজনকে সমান সমান নম্বর দেন হেডমিষ্ট্রেস, এই তো চলছে । কমলা পাস হয়েছে, রিসাইট করে রবিবাবুর পদ্য । বঁচী পেয়েছে ফাস্ট ক্লাস উলে বুনে শ্বেত বক আর পদ্য । পুতুলের বিয়ের কথাটা নিজেই পাড়বে বলতে বঁচী, সোকা হ্যা না কিছু না বলে রইল স্তব্ধ । পুীকড়াশীদের ওখানে প্রীতিভোজন, কমলার পরীক্ষা পাসের নিমন্ত্রণ, এসেছে অমলা বিমলা মুজি কজন, ফাক বুঝে মেয়ের বিয়ের কথাটা পাড়ল বঁচী । ভেবে বললে কমলা—এখনি যায় না তো বলা বাপের মতটা তো বুঝি । বসে অনেক ক্ষণ পাক কথার আশায় এক সরা খাবার নিয়ে ফিরল বুচ বৈকাল বেলায় । পাঠশালের ফেরত সোকা হাজির, নিতে সংবাদ, কী হল পাকড়াশী বাড়ি । দেখলে আঁস্তাকুড়ে বঁচী ফেলেছে পাকড়াশীদের সিঙাড়া কচুরী লুচি তরকারি । বঁচীর মুখ দেখে সাহস দিয়ে বললে সোক৷ আমি অস্ত্য পাত্র দেখছি । কাটলে শুধু বাতাসে একটা ভেংচি ছেলের মা বঁচী d o &