পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গড়র 6णथुछ्न् - দুজনে টানাটানি উভয়ে সোসর কে হারে কে জিতে বুঝে যুঝে একই বৎসর। ছটারে কাতর দেখে গড়র নেমে পৈল বাম পায়ের নখ দিয়া দুটারে তুলে লৈল। গজ কুৰ্ম লয়ে পক্ষী উড়িল তখন মনে করে কোথা লয়ে করিব ভক্ষণ জন্তুহটােকে লুকিয়ে খাবার আশায় গড়র এদিক-ওদিক চেয়ে সমুদ্রের পারে এক বটবৃক্ষ দেখে সেইবাগে পক্ষবিস্তার করলেন । তখন গজ-কচ্ছপ কুটোতে ঝগড়া করছে – অঁাক, ছিড়বি নাক ? ‘আয় মাখবি পাক । ‘রোস তো পেটে দাত ঝাড়ি।’ ‘পরের ধনে পোদারি ? গড়র নখের একটু চাপ দিতেই দুটোতে চি চি করতে থাকল। নিকটে বটবৃক্ষ দেখা গেল। শু্যাম বটবৃক্ষ শত যোজন ডাল । অশীতি যোজন মূল নেমেছে পাতাল । চারি গোটা ডাল তার পর্বতের চুড়া @vb"