পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘বলি তোমার মনিবট কে শুনি ? রাজা কালু হাড়িকে দেখিয়ে দিলেন। —‘এঃ ! বলে ব্রাহ্মণ-ব্রাহ্মণী তিন আঙুল জিভ কেটে দ্রুত্বপদে । প্রস্থান । স্ত্রীপুত্র লইয়া রাজা করেন গমন প্রসন্ন মানস অতি প্রফুল্ল বদন । হেনকালে বিশ্বামিত্র দিল দরশন। মুনি বলে জপতপ সব নষ্ট হৈল, মিথ্যা রাজ্য করিয়া জন্ম গোঙাইল । আপনার রাজ্যে তুমি যাও শীঘ্রগতি, আমি তপোবনে গিয়া পাই অব্যাহতি । রাজা বলেন –‘দত্তহারি হতে হবে, কী মতে পালি আদেশ अङ्कज्ञ ?' রানী বলেন --দিয়ে নিলে হতে হয় তীর্থের কুকুর ? গৰ্গ বলেন – ‘এযে দেখছি ল্যাঠা প্রচুর, তুমি তো তরলে আপন দায় এখন আমাদের একটা কর উপায় । মাছি পড়েছে কলসীতে আটক —খেতে এসে চিটে গুড় । উদ্ধারকর্তা বশিষ্ঠ এই সময় উপস্থিত। —“কি হে কেমন চলছে রাজ্যশাসন ? —‘যার রাজ্য তাকে ফিরিয়ে দিতে চাই, নেবে না। বড়ো ৩২২