বুড়ো আংল৷ এম. সি. সরকার অ্যাঞ্চ সন্স লিমিটেড, কলকাতা । শ্রাবণ ১৩৪৮ । প্রচ্ছদ অবনীন্দ্রনাথ অঙ্কিত। অন্যান্ত চিত্র নন্দলাল বস্তু অঙ্কিত। মৌচাক" পত্রিকায় ১৩২৭-২৮ সালে ধারাবাহিকুভাবে মুদ্রিত। ‘প্রকাশকের নিবেদন'-এ দেখা যায়, ‘সুইডেনে বড়দিনের উৎসবের সময় একরকম খড়ের পুতুল দোকানে দোকানে পাওয়া যায়।.Nils ও তার হাস খড়ের পুতুল হয়ে এক বড় দিনে সুইডেনে যখন বিক্রি হচ্ছিল, অবনীন্দ্রনাথের কাছে র্তার এক ফরাসী বান্ধবী শ্রীমতী অঁদ্রে কাপেলে, পাঠিয়ে দিয়েছিলেন। সেই পুতুল দেখে এই স্বন্দর প্রচ্ছদপট অঙ্কিত হয়েছে। Selma Agriot (59.8w-5585)—or ‘The Wonderful Adventures of Nils' ( প্রকাশ ১৯০৭) কাহিনী বুড়ে আংলা রচনার প্রেরণা। সমসময়ে অবনীন্দ্রনাথ পুনর্বার কার্শিয়ং ও দাৰ্জিলিং ভ্রমণ্ডুেমান। ১৯১৯-২ সালে তিনি দার্জিলিঙের বহু দৃশ্বচিত্র একেছেন ; সাহিত্য রচনায় সেই পাহাড়-প্রবাসের স্মৃতি বুড়ো আংলা গ্রন্থের টুং-সোমাদা-ঘুম পরিচ্ছেদে পাওয়া যায় । কয়েক বছর পরে অবনীন্দ্রনাথ ‘বিচিত্রা মাসিকপত্রে নতুন গদ্যছন্দ রচনা করেছিলেন ; সেই ‘পাহাড়িয়া' কবিতাবলীতে যে দৃষ্টি ও অভিজ্ঞতা লিপিবদ্ধ হয়েছে—বুড়ে আংলা গ্রন্থে ও তার সমসাময়িক চিত্রাবলীতে তার উৎস খুঁজে পাওয়া সম্ভব । বুড়ো আংলা পরবর্তী সিগনেট সংস্করণের প্রকাশ জ্যৈষ্ঠ ১৩৬ । প্রচ্ছদ শ্রীসত্যজিৎ রায় । হানাবাড়ির কারখানা এম.সি. সরকার অ্যাওঁ সন্স লিমিটেড, কলিকাতা । কার্তিক ১৩৭০ । প্রচ্ছদ ও চিত্র শ্রীঅজিত গুপ্ত । "মৌচাক পত্রে বৈশাখ ১৩৬১–কার্তিক ১৩৬১ সংখ্যায় ধারাবাহিকরূপে প্রকাশিত হয়। ৩৬১
পাতা:অবনীন্দ্র রচনাবলী তৃতীয় খণ্ড.djvu/৬৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।