পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/১৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাম্বির নির্ভয়ে বললেন, ‘আমি এসেছি যা আমার তাই চাইতে। মা ভবানী বাপ্পাকে যে খাড়া দিয়েছিলেন, সে খাড়া এইখানে আছে, আমি তাই চাই ! তারই জন্যে আমার মা আমাকে পাঠিয়েছেন— আমি চিতোরের রানা হাম্বির ? ভৈরবীর হাম্বিরের কথার উত্তর না দিয়ে আগুনের উপর সেই লোহার কড়াখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির ছুটে গিয়ে যেমন সেই কড়াখানার ভিতর হাত দিয়েছেন অমনি কোথায় সে আগুন, কোথায় সে কড়া, কোথায় বা সে ভৈরবীর দল ! হাম্বির দেখলেন ভবানীর খাড়া হাতে তিনি কমলারানীর কাছে এসে দাড়িয়েছেন ; আর অজগর সাপের মতো খানিকটা ধোয়া সেই সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে চলেছে আস্তে-আস্তে । হাম্বির ভবানীর খাড়া হাতে যেদিন চিতোরের রাজসিংহাসনে উঠে বসলেন, সেদিন সমস্ত রাজস্থানে জয়জয়কার পড়ল। দিল্লীর বাদশা মহম্মদ খিলজী সেদিন পঞ্চাশ লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন এ জীবনে আর চিতোর-মুখো হবেন না ; তবে তিনি ছাড়া পেলেন । কমলকুমারী হাস্বিরকে ভবানীর খাড়াখানির সন্ধান দিয়েছিলেন বলে হাম্বির তার কথায় বনবীরকে ছেড়ে দিলেন আর কৈলোরের কেল্লার নাম রাখলেন– কমলমীর । লছমীরানী হান্ত্রিরকে সিংহাসনে বসিয়ে উজলাগ্রামে তার বাপের বাড়ি চলে গেলেন তার সেই ছেলেবেলার ঘরে নদীর পারে খেতের ধারে । 3 & 8