পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দিলেন, তারপর আর কী ? রাজার রাজা যিনি, তিনি আমার দুঃখিনী মাকে ডেকে নিলেন— নিজের ঘরে ? আর তোমাদের ? মেয়েটি শুধাল । চাচা আস্তে বললেন, “আমরা গেলাম রানার সঙ্গে দেখা করতে । সেখানে কত কাল কাটালেম সুখে-দুঃখে দুই ভাই একলা ! অত বড়ে রাজবাড়ি, সেখানে মাকে কোথায় খুঁজে পাব ? দুজনে একলা থাকি আর মায়ের জন্তে কঁাদি—’ মেয়েটি ভারি ব্যস্ত হয়ে শুধোলে, “রানার ঘরে মাকে পেলে না ? চাচা ঘাড় নাড়লেন, না । কোথায় যে গেলেন মা, তা কেমন করে জানব ? সে অনেক দিন পরে, দুই ভাই যখন বুড়ো হয়েছি, তখন এক দিন সকালে উঠে রাজসভায় যাব, এমন সময় দেখলেম, পথের ধারে মা আমাদের এতটুকু একটি কচি মেয়ে হয়ে একলাটি দাড়িয়ে ঘরে যাব বলে কাদছেন । আমরা সেই অনেক দিনের হারানো মাকে ফিরে পেয়ে কোলে করে একেবারে ঘোড়। হাকিয়ে এই পাহাড়ে এসে উপস্থিত হলেম । মেয়েটি শুধোলে, “রান আবার কাঠকুড়োনি রানীকে কেড়ে নিতে এলেন না ? চাচা, মৈর দুজনেই বলে উঠলেন, খুজে পেলে তো রানা ? আমরা এমন জায়গায় মাকে লুকিয়ে রেখেছি, রানার সাধ্যি কী, সেখান থেকে মাকে খুজে বার করেন ? গল্প শুনতে-শুনতে মেয়েটির চোখ ঘুমিয়ে পড়ছিল। সে চাচার কোলে মাথা রেখে বললে, “আমাকে একদিন তোমাদের মাকে দেখাবে ? চাচা আস্তে মেয়েটির চুলে হাত বুলিয়ে বললেন, “আর একটু বড়ো হও, তারপরে সেই নিরাল ঘরে একটি পিদিম জ্বলিয়ে ম। যেখানটিতে একলা বসে আছেন সেখানে আমরা সবাই মিলে চুপি-চুপি চলে যাব।’ মেয়েটি ঘুমের ঘোরে দরজার দিকে চেয়ে বললে, ‘হিজুলিয়া ? চাচার ভাই আফিমের ঝোকে মাথা তুলিয়ে বললেন, ‘হ্যা, হ্যা, সেটাকেও সঙ্গে নিতে হবে । যার গল্প বলছিল, আর শুনছিল, সবাই আস্তে-আস্তে Sbrb"