পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি আপনার প্রজ, মহারানার মুন চিরকাল খাচ্ছি। পৃথ্বীরাজ উঝাকে নিজের বুকে টেনে নিয়ে বললেন, ‘ভাই, আজ যেন তুমি আমার প্রাণ বাচালে, কিন্তু এর পরে কী হবে ? উঝ পুর্থীরাজকে চুপিচুপি বললে, “দেখুন মীন-সদরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই দেশটা আপনি দখল কবে বস্থান । বাজ্যের একটা শক্র ও নাশ হবে, তাপনাবও মান বাড়বে।’ পৃথ্বীরাজ ছদ্মবেশে সেই দিনই গিয়ে মীনা-সর্দারেব ল জে দলবল নিয়ে ভর্তি হলেন । রাজস্থানের মীনারা জংলী, দুর্দান্ত জাত ; লুটপাট করাই তাদের কাজ । এদেরই বাজ মীনারায় নাম নিয়ে সমস্ত গদাওয়রি শাসন কবছে । মহারানাকেও সে তুচ্ছ কবে ; নদালা বলে একটা গ্রামে গল তাডড । পুর্থীরাজ তার পাচটি সঙ্গী — যশ, সিন্ধিয়া, সঙ্গমদৈবী, অভয় আর জঙ্ককে নিয়ে এই দুর্দান্ত মীনাকে জব করার মতলব করলেন । আহেবিয়া পলব রাজস্থানের একটা মস্ত আনন্দের দিন । সেইদিন চাকর-মনিব সব এক হয়ে শিকার, বনভোজন— এমনি নানা অ মোদে দিনরাত মত্ত থাকে। সেই আনন্দের দিনে মীনলায় বড়ো-বড়ে মীনাকে নিয়ে বনের মধ্যে যখন তাড়ি খেয়ে আনন্দ কবছে, সেই সময় নিজের দলবল সমেত পৃথ্বীরাজ তাকে আক্রমণ করে তাদেব ঘব হুয়ার জালিয়ে ছারখার করে দিলেন । রাজ। কাটা পড়ল । মীনারা যারা বাকি রইল, বন-জঙ্গলে পালিয়ে প্রাণরক্ষা করলে। উঝাকে পুর্থীরাজ গদা ওয়ারের শাসনকর্তা কবে নিজের ধার শুধে অপর দিক্‌বিজয়ে বার হলেন – রীতিমতো ফৌজ আর রসদ সঙ্গে । এদিকে জয়মল, তিনি ঘুরতে-ঘুরতে, বেদনোরে গিয়ে হাজির । সে সময় বেদনোরে টোডার রাজ রায় শূবতান সিং পাঠানদের উৎপাতে রাজা-সম্পদ সব হাবিয়ে নিজের একমাত্র কন্যা পরমা সুন্দরী তারাবাঈকে নিয়ে মহারানার আশ্রয়ে বাস করছিলেন । তারাবাই যেমন সুন্দরী, তেমনি বুদ্ধিমতী, গুণবতী, তেজস্বিনী। কত রাজপুত্র তাকে বিয়ে কবতে চায় কিন্তু তার প্রতিজ্ঞ পাঠানদের হাত 는 이 8