আমি আপনার প্রজ, মহারানার মুন চিরকাল খাচ্ছি। পৃথ্বীরাজ উঝাকে নিজের বুকে টেনে নিয়ে বললেন, ‘ভাই, আজ যেন তুমি আমার প্রাণ বাচালে, কিন্তু এর পরে কী হবে ? উঝ পুর্থীরাজকে চুপিচুপি বললে, “দেখুন মীন-সদরের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এই দেশটা আপনি দখল কবে বস্থান । বাজ্যের একটা শক্র ও নাশ হবে, তাপনাবও মান বাড়বে।’ পৃথ্বীরাজ ছদ্মবেশে সেই দিনই গিয়ে মীনা-সর্দারেব ল জে দলবল নিয়ে ভর্তি হলেন । রাজস্থানের মীনারা জংলী, দুর্দান্ত জাত ; লুটপাট করাই তাদের কাজ । এদেরই বাজ মীনারায় নাম নিয়ে সমস্ত গদাওয়রি শাসন কবছে । মহারানাকেও সে তুচ্ছ কবে ; নদালা বলে একটা গ্রামে গল তাডড । পুর্থীরাজ তার পাচটি সঙ্গী — যশ, সিন্ধিয়া, সঙ্গমদৈবী, অভয় আর জঙ্ককে নিয়ে এই দুর্দান্ত মীনাকে জব করার মতলব করলেন । আহেবিয়া পলব রাজস্থানের একটা মস্ত আনন্দের দিন । সেইদিন চাকর-মনিব সব এক হয়ে শিকার, বনভোজন— এমনি নানা অ মোদে দিনরাত মত্ত থাকে। সেই আনন্দের দিনে মীনলায় বড়ো-বড়ে মীনাকে নিয়ে বনের মধ্যে যখন তাড়ি খেয়ে আনন্দ কবছে, সেই সময় নিজের দলবল সমেত পৃথ্বীরাজ তাকে আক্রমণ করে তাদেব ঘব হুয়ার জালিয়ে ছারখার করে দিলেন । রাজ। কাটা পড়ল । মীনারা যারা বাকি রইল, বন-জঙ্গলে পালিয়ে প্রাণরক্ষা করলে। উঝাকে পুর্থীরাজ গদা ওয়ারের শাসনকর্তা কবে নিজের ধার শুধে অপর দিক্বিজয়ে বার হলেন – রীতিমতো ফৌজ আর রসদ সঙ্গে । এদিকে জয়মল, তিনি ঘুরতে-ঘুরতে, বেদনোরে গিয়ে হাজির । সে সময় বেদনোরে টোডার রাজ রায় শূবতান সিং পাঠানদের উৎপাতে রাজা-সম্পদ সব হাবিয়ে নিজের একমাত্র কন্যা পরমা সুন্দরী তারাবাঈকে নিয়ে মহারানার আশ্রয়ে বাস করছিলেন । তারাবাই যেমন সুন্দরী, তেমনি বুদ্ধিমতী, গুণবতী, তেজস্বিনী। কত রাজপুত্র তাকে বিয়ে কবতে চায় কিন্তু তার প্রতিজ্ঞ পাঠানদের হাত 는 이 8
পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।