থেকে যে বাপের সিংহাসন উদ্ধার করবে, তাকেই বিয়ে করবেন। জয়মল বেদনোরে এসে এই খবল শুনলেন ; একদিন তার বাইকেও দেখলেন– ঘোড়ায় চড়ে ধনুৰ্বাণ হাতে শিকাবে চলেছেন— যেন দেবী তুর্গ ! জয়মল টোডা রাজ্য উদ্ধাব করে দেবেন বলে প্রতিজ্ঞাপত্র লিখে শুবতানেৰ কাছে ঘটক পঠালেন। শুরতান সি জয়মলকে খুব খাতির করে নিজের বাড়িতে স্থান দিলেন । কিন্তু দিনের পর দিন যায়, মাসেব পব মসি, জয়মল পাঠানদেব সঙ্গে লড়তে যাবাব নাম ও করেন না ; উলটে বর হঠাৎ বাতাবাতি শুবতানকে মেরে তাবাবাইকে বনী কবে নিয়ে পালাবাব মতলবে বইলেন । শেষে অন্ধকার রাতে একদিন জয়মল হাতিয়াব হাতে চুপিচুপি শূবতানের অন্দর-মহলেব দিকে অগ্রসর হলেন— ভূতেব মতো মুখে কালিঝুলি মেখে । বেশিদুল যেতে তল না, অন্দবের দলজাতেই ধরা পড়ে গেলেন । কিন্তু জয়মল দুর্দান্ত গুগু : তাকে ধবে রাখা প্রহরীদের সাধ্য হল ন । তিনি তলোয়াব খুলে তাবাবাইকে তার শয়ন-ঘব থেকে একেবাবে হাত ধবে টেনে বাইবে আনার চেষ্ট কবলেন । তাবাবাই সামান্ত মেয়ে তো ছিলেন না ! এক ঝাপটায় জযমলকে দশহাত দূরে ফেলে দিয়ে একেবাবে বাঘিনীর মতে তাব উপরে ঝাপিয়ে পড়ে, একটি ছুলিব ঘায়ে, তার সব তাস্পর্ধ শেষ কবে দিলেন। শুব তান সিহ ছটে এসে জনমলেব মাথাট। সঙ্গে-সঙ্গে র্কাধ থেকে ভূয়ে নামিয়ে মিথ্যাবাদীৰ শাস্তি দিলেন বীতিমতো । জয়মল মহারানার ছেলে ; আব শুব ন বাজ হলেও এখন মহাবানাব আশ্রিত ; কাজেই চিতোলে যখন এই খবব পৌছল, তখন সবাই ভাবলে এইবাব শুব ন গেলেন । কিন্তু মহাবান সমস্ত ব্যাপাব শুনে দূতদেব বললেন, ‘জযমল শুধু যে আশ্রিত রাজার অপমান করেছে ত , নয়, সে মিথ্যাবাদী, চোর, নিবোধ, গোয়ার। কোন বাপ ভাব নিজের কন্সার অপমান সইতে পারে ? শুরতান তাব উপযুক্ত শাস্তিই দিয়েছেন। এমন অপদার্থ ছেলে গেছে, ভালোই হয়েছে। আমার কোনো আক্ষেপ নেই। २०¢
পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২১৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।