“যাও না, তোমায় খেলতে ডাকছে।’ ও কিচ কিন্দে, আমি তো উড়তে পারিনে, তবে ওর কাছে যাই কেমন করে ? উড়বে নাকি ?’ বলেই হারুন্দে যেমন আমার পেটে এক ফু দিয়েছে আর আমি হয়ে গেছি একটা হমো পাখি হুতুম খুমো । গোবিন্দর মা যেমন আমাকে ধরতে এসেছে আর আমি উড়ে গিয়ে একেবারে মুড়ে রথের চালে গিয়ে বসেছি। প্যাচাটা আমাকে হঠাৎ দেখেই একটু ভয় খেয়ে গেছে, তারপর যখন দেখছে আমি তারই বড়দাদা তুম প্যাচা তখন সে আস্তে-আস্তে কানের কাছে এসে বলছে— একটি কথা — কী কথা ? ব্যাঙেব মাথা —কী ব্যাঙ ? সরু ব্যাঙ —কী সক ? বামুন গোরু —কী বামুন? ভাট বামুন।—কী ভাট ? গো ভাট —কী গো ? চিতি গো —কী চিতি ? সোনা চিতি"।—কী সোনা ? গিনি সোনা—কী গিনি ? মানুষের গিনি ।—কী মানুষ ? বনমানুষ —কী বন ? খেজুরবন —কী খেজুর ? ঠিক মজুর।—কী ঠিক ? ८दठेिक । “ঠিক-ঠিক। বলে উড়তে উড়তে আমরা গিয়ে খেজুর গাছে বলেছি। সেই খেজুর গাছের তলায় কতকালের পোড়ো একটা ՀԳ8
পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২৮৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।