পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখবাড়ি রয়েছে, তাতে একখানা মরচে-ধর আখমাড়ার কল, একটা ভুড়োশেয়ালি সেই আখমাড় কলটা ধরে ঘোরাচ্ছে— ক্যাচর্কোচ । প্যাচ দেখেই বলছে— ‘আখবাড়ির পাশে ভুড়োশেয়ালি নাচে। আমি বলছি, তারপর ? ‘তারপব শুনবে গল্পটা ? তবে শোনো”— বলেই প্যাচা বলছে – ‘এক যে ছিল শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল |’ বুঝেছ ভাই– সে ভারি কাণ্ড ! বুঝেছ কিনা— “শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল !” শেয়াল দেয়াল দিচ্ছে না, দিচ্ছে তার বাপ— বঙ্গে ? সে ভারি কাণ্ড । শেয়ালের বাপের নাম কী জানো ?— ‘তার বাপের নাম রত ' ‘সে রত শেয়াল, বুঝেছ কিনা— দেয়াল যে দিচ্ছে সে রত শেয়াল ;– শেয়ালের বাপ শেয়াল, বুঝেছ ? ‘এক যে ছিল শেয়াল তার বাপ দিচ্ছে দেয়াল ॥ তার বাপের নাম রত । ফুরোল আমার কথা ॥’ ‘ভারপর ? ‘তারপর আর কি ? এই বুঝি তোমার গল্প হল ? দেখ ভাই প্যাচ, একটা যদি বড় গল্প না বল, তবে তোমার সঙ্গে এই আড়ি দিলুম বলে ! ‘রোসো-রোসে আড়ি দিয়ে না। মনে পড়েছে একটা মস্ত ব্যাঙের গল্প ; বলি শোনো”— বলেই প্যাচ আরম্ভ করেছে—“তঁাতি ঘরে ব্যাঙের বাসা ! তাতঘর দেখেছ তো ? সেই যেখানে খটু-খই ২৭৫