যেমন শেয়ালরা এই কথা বলা আর অমনি হাতি শুড়ে করে তুলে নিয়ে আমাকে পিঠে উঠিয়েছে! হাতিতে চড়ে আমার ভারি আহলাদ হয়েছে, আমি হাততালি দিয়ে বলছি— ‘তাই-তাই-তাই মামার বাড়ি যাই । অমনি হাতি বলছে, ‘তোমার মামার বাড়ি কোথায় বলে তো ? ‘আমার মামাবাড়ি যশোর দক্ষিণডিহি চেঙঠে পরগনা।’ *আচ্ছা চলে। সেখানেই যাচ্ছি”— বলেই হাতি চলতে আরম্ভ করলে— হুস-হাস-থপাস-থপাস ! দেখতে-দেখতে মামাদের কলাবাগানে এসে পড়েছি । সেখানে দেখি হনুমান হপ-হাপ করে লাফিয়ে বেড়াচ্ছে । যেমন আমি বলেছি— ‘ও হনুমান, কলা খাবি ? জয়জগন্নাথ দেখতে যাবি ? অমনি হনুমান দাত-খামাটি দিয়ে মুখ ভেংচে বলছে, বাম-রাম! রোস তো আদুরে ছেলে ! তোর মামার বাড়ি যাওয়া বাব করছি ? বলেই হনুমান একটি কলা নিয়ে যেমন ডেকেছে— ‘আদুরের কলাগুলি বাছুড়ে খায়, ধর-ধব খোকামণি মামার বাড়ি যায়।’ আর অমনি দুটো বাছুড়ে এসে ছো মেরে হাতির পিঠ থেকে আমাকে তুলে নিয়ে দৌড়–একেবারে পিসির তেঁতুলতলায় ! সেখানে আমাকে এনে ফেলেই বাদুড় দুটো হয়ে গেছে হসন্দে আর কিচ কিন্দে ! তাদের দেখে আমার ভারি রাগ হয়েছে, কেমন মামার বাড়ি যাচ্ছিলুম, কেবল যেতে দিলে না আমাকে এই হুটো বাদুড় । যেমন এই কথা মনে করেছি আর অমনি কিচ কিন্দে বলছে, ‘মামার বাড়ি যাচ্ছিলে তো যাচ্ছিলে, কলাবাগানে হনুমানজিকে বলতে গিয়েছিলে কেন— ‘ও হনুমান, কলা খাবি ? জয়জগন্নাথ দেখতে যাবি ? ‘জয় সীতারাম দেখতে যাবি– বলতে পার নি ? হমু রেগে २brs
পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/২৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।