পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দোলাত, অজগর ফণা মেলে মাথায় ছাতা ধরত। ভালুক ছি মন্ত্রী, সিংহ ছিল সেনাপতি, বাঘ চৌকিদার, শেয়াল ছিল কোটাল আর ছিল—শুক-পাখি তার প্রিয়সখা, কত মজার মজার কথা বলত দেশ-বিদেশের গল্প করত। সে পাখির বাসায় পাখির ছানা নিে খেলা করত, বাঘের বাসায় বাঘের কাছে বসে থাকত— কেউ তা.ে কিছু বলত না । সবাই তাকে ভয় ও করত, ভালো ও বাসত । রাজা যখন সেই বনে এলেন তখন রাজপুত্র একটা সিংহশিশুকে নিয়ে খেলা করছিল, তার মুখে হাত পুবে দাত গুনছিল, তাবে কোলে পিঠে করছিল, তীব জটা ধরে টানছিল । বনের তপস্বিনীর কত ছেড়ে দিতে বলছিলেন, কত মাটির ময়ূরের লোভ দেখাচ্ছিলেন শিশু কিছুতেই শুনছিল না। এমন সময় রাজ। সেখানে এলেন, সিংহশিশুকে ছাড়িয়ে সেই বাজশিশুকে কোলে নিলেন ; তুষ্ট শিশু রাজার কোলে শান্ত হল । সেই রাজশিশুকে কোলে করে রাজার বুক যেন জুড়িয়ে গেল । রাজ লে। জানেন না যে এ শিশু ত’বই পুত্র । ভাবছেন— পরের ছেলেকে কোলে কবে মন কেন এমন হল, এ ব উপর কেন এত মায়। হল ? এমন সময় শকুন্তলা অঞ্চলের নিধি কোলে বাছাকে খুজতে খুজতে সেইখানে এলেন । রাজারানীতে দেখা হল, রাজা তাবাব শকুন্তলাকে তাদের করলেন, র্তাব কাছে ক্ষম। চাইলেন । দেবতার কৃপায় এতদিনে আবার মিলন হল, দুবাসার শপিান্ত হল। কশ্যপ অদিতিকে প্রণাম করে রাজারানী রাজপুত্র কোলে রাজ্যে ফিবলেন। তাবপর কতদিন মুখে বাজত্ব কবে, বাজপুত্রকে রাজ্য দিয়ে, রাজারানী সেই তপোবনে তাত কঙ্গেল কাছে, সেই দুই সখীর কাছে, সেই হরিণশিশুর কাছে, সেই সহকার এবং মাধবীলতাব কাছে ফিরে গেলেন এবং তাপস তাপসীদের সঙ্গে মুখে জীবন কাটিয়ে দিলেন । } >