পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাপুঃ। রাজ সরকারের খাজনা আদায়-কার্যে ঘুরিতে ঘুরিতে বর্ষারম্ভে উত্তর কাশ্মীরে উপনীত হইয়াছি। ঘন দেবদারু বনের তলায় শৈবাল শু্যামল খণ্ড শিলাসকলের ভিতর দিয়া ক্ষুদ্র গিরিনদীটি বহিয়া চলিয়াছে ; তাহারই তীরে কপোতেশ্বর মন্দির ও মন্দির-সংলগ্ন অতিথশালা। চারি দিকে বহুদূর পর্যন্ত জনমানবের বাস নাই ; কেবল মাঝে মাঝে প্রাচীন রাজাদের তুই-চারিটা মঠ এবং রাজনগরীর ভগ্নাবশেষ । ری আশ্বিনের পরেই ধান কাটা পর্যন্ত বাপুষ্ট বনে এই পুরাতন অতিথিশালায় প্রাচীন মঠ-ধারীর সহিত নির্জনতায় এবং আলস্তে দিন কাটাইতে হইবে । ভান্দ্রের শেষে, কাছাকাছি গ্রামগুলার খাজনা আদায় বন্দোবস্ত করিতেছি । বহুদিনের অজন্মায় দেশ জ্বলিয়া গিয়াছিল ; এবার চারি দিকে – তরুলতায়, মাঠে মাঠে, প্রকৃতির শ্যামলতা মঞ্জরিত হইয়া উঠিয়াছে ; দিকে দিকে ধানের ক্ষেত, সবজীবাগান ভরিয়া, চাষীদের সোনার স্বপনের মতে, শরতের ধান এবং হলুদবরণ কেশর ফুল দেখা গিয়াছে। মেঠো গানের মিঠে মুর এই আনন্দের কথা ঘুরাইয়া ফিরাইয়া কত করিয়া বলিয়া যেন আর শেষ করিতে পারিতেছে না । এই দেশ-জোড়া আনন্দের মাঝে আদায়ের তাগাদা লইয়া বাহির হইতে কেমন আমার বাধো-বাধো ঠেকিতে লাগিল। আমি আরো কয় দিন দুঃখী প্রজাদের আনন্দে বাধা দিব না স্থির করিয়া নির্জন দেবদারু বনে বনে কপোতের কুহু কুহু এবং গ্রামের পথে পথে চাষীদের গান শুনিয়া কাটাইতেছি । অকস্মাৎ এই সময়ে এত আশা ভরসা সমস্ত নিমূল করিয়া দিবার উপক্রম করিয়া অকালে মহা হিম এবং প্রচণ্ড তুষারপাতের লক্ষণ দেখা গেল । H8\ෂ