ভার গাধার উপরেই পড়েছিল। দু-চার জন তুষ্ট্র জন্তু কানাকানি করতে লাগল কেমন করে পিছন হটে উন্নতির পথে অগ্রসর হতে হবে, গাধা এই বিষয়েই বলবেন । যা হোক, গর্দভ, কে কোথায় বাহবা দিচ্ছে তারই একটুও হাততালি যেন না এড়িয়ে যায় এই মতলবে তুষ্ট কান খাড়া করে ন্যাজ নেড়ে বক্তৃতা শুরু করলেন— ‘লস্বাকান জাতভাইগণ, চার ঠ্যাং দুই-ঠাং স্বদেশী বিদেশী পাড়াপড়শি ও বনবাসীগণ, আজিকার এই জন্তু-সভায় সভাপতি নির্বাচন হল একটি প্রধান কাজ । এটা কারো জানতে বাকি নেই যে যিনি আজ এ সভায় সভাপতি হবেন, তাকে গুরুতর কাজের ভার নিতে হবেই। মানুষের কাছে দাসত্ব করতে দুঃখের বোঝা বইতে বইতে আমাদের চারখানা পা ভেঙে পড়বার জোগাড় হয়েছে, পিঠ ধনুকের মতো বেঁকে গিয়েছে, এ অবস্থায় সব জীবের ভার লাঘব করে নিজের স্কন্ধে নিতে পারে, এমন একজন আমি ছাড়া আর কে আছে ? আমরা চতুর্দশ পুরুষেরও চতুর্দশ পুরুষ ধরে ভারই বহন করে আসছি, দেবতা থেকে ধোপার মোট পর্যন্ত কী না আমাদের বইতে হচ্ছে, ভার বইতে বইতে পিঠে কড়া পড়ে গেল এমনি যে, সেটা বংশগত একটা গুণের মধ্যে দাড়িয়ে গেল আমাদের। অতএব এসে আর্ত আত্মীয়-কুটুম্ব, এসোদেশী বিদেশী পাড়াপড়শি,যে যেখানে আছে সবাই মিলে সভাপতির গুরুভার আমার উপরে চাপিয়ে দাও । আমি অনায়াসে তোমাদের সব কার্যভার, বিপদভার, আপদভাব, আনন্দভার গ্রহণ করছি, দাও! এটা তোমাদের দু-বাব করে বলতে হবে না যে, যেমন সইতে তেমনি বইতে, তেমনি আবার গোসা করে নিজের গো বজায় রাখতে আর কিছুর উপরে পদাঘাত করতে, গাধার মতো আজন্মসিদ্ধ কেউ নেই— গাধা বলে চলেছেন এমন সময় জিরাফ তার রেফের মতো গলাটা উচিয়ে বলে উঠলেন— ‘চিরকালটা মানুষের গোলামি আর যমের বাড়ির যাত্রীদের গাড়ি টেনে এসে এখন জেস্ত সভায় সভাপতি হতে চায় গাধা, এ কী আম্পধা ? やbや
পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।