বড়ো রাজা ছোটে রাজার গল্প দুই রাজা থাকেন— বড়ে রাজা আর ছোটে রাজা । দুজনে একদিন দিক বিজয় করতে চললেন। বড়ো রাজা চললেন বড়ো বড়ো হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে মস্ত মস্ত জয়ঢাক পিটিয়ে বড়ো বড়ো সেনাপতির সঙ্গে, বড়ো বড়ো রাজত্ব জয় করতে করতে। এদিকে ছোটে রাজা, তিনি চললেন ছোটোলোকের সাজে, ছোটো ছোটো খেলবার কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে ছোটাে একটি পুটলি বেঁধে ছোটে রাজত্ব জয় করতে— বড়ো রাজার পিছনে পিছনে । মস্তবড়ো এই পৃথিবী— বড়ে রাজা ক্রমে ক্রমে তা জয় করে ফেললেন– এমন সময় চর এসে খবর দিলে— মহারাজ, শুনে এলুম, ছোটে রাজ। ছোটো রাজ্য নিয়ে সুখে রয়েছে। বড়ে রাজা বললেন— তাকে বলে, আমি পৃথিবীটা জয় ক’রে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক । দৃত গেল ছোটে রাজার কাছে । কিন্তু ছোটে রাজার সে রাজ্য এত ছোটো যে দূত দেখতেই পেল না কোথায় বা রাজা, কোথায় বা রাজত্ব ! সে ফিরে এসে বড়ো রাজাকে খবর দিলে— চক্ষুর অগোচর সে রাজত্ব ; সেখানে প্রবেশ করা ভারী বাঠিন! বড়ো রাজা বড়োই খাপ্পা হয়ে বললেন— চলো ,মি নিজে যাব । বড়ো রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথ নিয়ে চললেন পৃথিবী কঁাপিয়ে । কিন্তু ছোটো শহর এত ছোটে। যে সেখানে হাতি চলে না, ঘোড়া চলে না, মন্ত্রীরা মন্ত্রণা দিলে– সবাই চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো ! সেনাপতি বললেন— এতে করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। 8S X
পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪২৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।