এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বোটায় ছটি ফুল নিয়ে যান পুজোর ঘরে। ঠাকুরের পায়ে ফুল দিতে কনকলতা সামনে এসে দাড়ায়। রাজপুত্তর বলেন...তুমি! ‘আমিও পুজোয় এসেছি—’ ব’লে কনকলতা রাজপুত্ত্বরকে প্রণাম করে বলে সকল কথা ! রাজার ঝি, রাজার বউ— তারা খোপায় সোনার ফুল সাজিয়ে পুজো দিতে আসে– কনকলতাকে দেখে রাজপুত্তরের পাশে । কনকলতার রূপে তাদের চোখ ক্ষয়ে যায়। বুড়ে রাজা-রানী আসেন মন্ত্রীর সঙ্গে পুজো দেখতে। রূপ দেখে রাজা-রানী অবাক হয়— মন্ত্রীর চোখে জল বয় থেকে থেকে । 8 S&