পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কত দিন?” পোটে বলে, “দর্শন হ’ল বলে।” এই হতে হতে হঠাৎ একদিন রাজা-রানীর চোখের পর্দা খুলে যায়। দুজনেই দেখেন, সেই কতদিনের ঘরখানিতে অন্ধকারের মধ্যে চিত্রকর সে কোথায় সরে গেছে দুজনকে একলা রেখে । রাজা রানীর হাত ধরে বলেন, *আনী” ; রানী রাজার গলা ধরে বলেন– “এই যে আমি।” অন্ধকারে সেই সে পাখি ডাকে— “এসে না এসে না !” বীণার তার সেই আর-এক গোপন-পাখির ডাকে রী রী করে, মনে হয় যেন— সে যে কী মনে হয়, কেউ বলতে পারে না । 8२२