পাতা:অবনীন্দ্র রচনাবলী দ্বিতীয় খণ্ড.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( কোরাস ) ( কোরাস ) তুবড়ি ফুলে ভরি আনে না মধু, জানে তা মধুপাই মৌমাছি— বাদল পোকারাই বলে উড়ে উড়ে— মধুমাস এল কাছাকাছি ! চলে যায় হাউই অঁাকতে বাকতে সাপের মাথার মণি কাড়তে লুকোনো মানিক তারকা-পুরে থাকেই লুকোনো— হাউই ফেরে শুধু মুখটা পুড়োনে । বলছে চরকি— ঘুরবে মস্ত ভূমণ্ডলএ উদয় অস্ত ! জাতাটা ঘুরিয়েই হয় সে কুপোকাৎ, একটি পা-ও চলে না— নানান।—নানান।--তানান ! ভূই পটোকা বাজাতে মৃদং মাটিতে মাথা ঠুকছে হরদম । মৃদঙ্গের কিছুই বাজছে না— নানান। —তানীনা—নানান ! দোদমা চাইলে পেটাবো দামামা— 8や28