এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বঁাশের আঁকশি দিয়ে উচু ডালের ফুল পেড়ে নেয় মেয়ের, উড়ো” কলের পক্ষীরাজের পিঠে চড়ে চলে যায় রাজপুত্র, মন্ত্রীপুত্র, কোটালের পুত্র, কত পুত্র মিত্র তার ঠিক-ঠিকানা নেই – আজবদেশের দিকে মেঘ ছাড়িয়ে, সাত সমুদ্র পেরিয়ে! মইখানা এইসব কাণ্ড-কারখানা দেখে আর দুঃখ পায়। বঁাশের ছিপ দিয়ে যখন টেনে তোলে অতল জলের তলা থেকে মৎস্য-কন্যাকে মেছুয়ার দল— মই দেখে আর দুঃখু পায় আর মনে মনে বলে— আর কি আমার কাজ আছে বেঁচে থেকে ? এমনি দুঃখের ঘুর্ণ বাশের মইকে ভিতরে ভিতরে ফোপরা করে যখন দেয় তবে সে দেখতে পায় সুখ-দুঃখের উপরের বাসায় ধরা আছে যত-কিছু অধরা অজানা না-দেখা তাদের । 8Øፃ