এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
আমিও ওই কথা বলি। অনেক ভুগে পাওয়া এসব কাহিনী, কিনতে গেলে ঠকতে হয়, বেচতে গেলে ঠকতে হয়। বলে যাওয়া চলে কেবল তাদেরই কাছে নির্ভয়ে, মনের কথা বেচা-কেনার ধার ধারে না যারা, যাত্রা করে বেরিয়েছে যারা, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ কাঠের ঘোড়ায় চড়ে, নানা ভাবে নানা দিকে আলিবাবার গুহার সন্ধানে ! ছোটো ছোটো হাতে ঠেলা দিয়ে যার কপাট আগলে বসে আছে, যে-দৈত্য সেটাকে জাগিয়ে বলে, ‘ওপুন চিসম্— অর্থাৎ চশমা খোলে, গল্প বলো। যারা থেকে থেকে ছুটে এসে বলে— ‘এই তুড়ি ছোয়াও, দেখবে দাদামশায়, লোহার গায়ে ধরে যাবে সোনা ? কুড়িয়ে পাওয়া পুরোনো পিদুম ঘষে ঘষে যারা খইয়ে ফেলে, অথচ ছাড়ে না কিছুতে সাত-রাজার-ধন মানিকের আশা।