এবার খামখেয়ালীর সভার अश्विट्वलन इवान्न স্থান কিছু দুয়ে সেই আলিপুরে । নির্মল সেন সৰে ডাকিছেন । শনিবার রাত ঠিক সাড়ে সাত । , দাড়াও, আরো একটা মনে পড়ছে। দেখে তো, কথায় কথায় কেমন সব মনে আসছে একে-একে । কে জানত আমার আবার এও মনে থাকবে । সেবার এখানেই হয় খামখেয়ালীর অধিবেশন, এই জোড়াসাকোতেই— এতদ্বারা নোটিফিকেশন খামখেয়ালীর অধিৰেশন চৌঠা প্রাবণ শুভ সোমবার জোড়ার্সাকো গলি ৬ নম্বার। ঠিক ঘড়ি ধরা রাত সাড়ে সাত সত্যপ্রসাদ কহে জোড়া হাত । विनि ब्रांखौ श्रांब्र यिनि श्रृंब्रब्रांखौ অনুগ্রহ করে লিখে দিন আজই। এই-সব কাণ্ডকীর্তি আমাদের হত তখন । আমাকে রবিকাকা বললেন, অবন, তোমাকেও কিছু লিখতে হবে। কিছুতেই ছাড়েন না। আমি খামখেয়ালীতে প্রথম পড়ি দেবীপ্রতিমা' বলে একটা গল্প। পুরোনো "ভারতী’তে যদি থেকে থাকে খোজ করলে পাওয়া যেতে পারে। রবিকীকা আমাকে প্রায়ই বলতেন, অবন, তোমার সেই লেখাটি কিন্তু বেশ হয়েছিল। রবিকাকাও সে-সময় অনেক গল্প কবিতা খামখেয়ালীর জন্ত লিখেছিলেন । সেই খামখেয়ালীর সময়েই বৈকুণ্ঠের খাতা লেখা হয়। খামখেয়ালীতে পড়া হল, ঠিক হল আমরা অভিনয় করব। কোর হলেন রবিকাকা, মতিলাল চক্রবর্তী সাজলেন চাকর, দাদা বৈকুণ্ঠ, নাটোরের মহারাজা অবিনাশ, জামি সেই তিনকড়ি ছোকরা । ওই সেবারেই আমার অভিনয়ে খুব নাম হয় । > 8& W. S.S. e.
পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/১৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।