এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বুড়ে বয়সে কুড়ানো আমার সমূত্রের ঝিনুক ইত্যাদির থলিট । পুলিশ ডাকার কথা হল—কিন্তু সেবারেও ধৈর্য ধরে বসলেম বাল্যকালের মতো । ফিরে এল সোনার হার জগন্নাথের মন্দিরের দিক থেকে। কুড়ি-ঝিনুকের থলিটাও এল ; কেবল এল না মুড়িগুলো অতি যত্বে অনেক দিন ধরে জমা করা। চলে এলেম তাড়াতাড়ি সমুদ্র-তীর ছেড়ে কলকাতায়। অপেক্ষ করতে পারলে হয়তো মুড়িগুলোও আসত ফিরে বনস্পতি হীরেটার মতো !