পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাই এ যুগের লোকের সঙ্গে আর তাল মেলাতে পারি না । তিনি মুখে এ কথা বললেও নতুন আবহাওয়া সৃষ্টি করার ক্ষমতাও তার ছিল এবং তার জীবনে তাল না মেলবার দুঃখ তাকে পেতে হয় নি। পুরানো অস্থিঠানিক আবহাওয়া তিনি যথাযথ বজায় রেখেছিলেন তার সব অনুষ্ঠানের মধ্যে। নিজের জোরে নতুনের সঙ্গে পুরাতনকে মিলিয়ে নিয়েছিলেন। \9ట్ర6?