পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তখন চৈতন্ত হল। সত্যাদা ওঁরা বললেন পুলিসে খবর দাও, কিন্তু আশ্চর্বি রবিকাকা, বললেন কী আর হবে, যাক গেছে তো গেছে। রবিকাকার পুস্তিপুত্তর অদৃগু হল, আর খোজ নেই। রীতিমত রবিকাকাকে বসান দিয়ে ছাড়লে কিন্তু পুষ্ঠিপুত্তরের ভাগ্য তার এখনো। অনেক পুষ্ঠিপুত্তর ঢুকছে ক্রমে ক্রমে, তারাও অদৃপ্ত হবে । রবিকাকার ওই এক মজা দেখেছি কেউ একবার কোনো রকম করে ঢুকতে পারলে হয়, বেশ-কিছু করে নিয়ে সরে পড়তে পারে । আর কাউকে অবিশ্বাস নেই। প্রবোধ ঘোষ রবিকাকার ক্লাসফ্রেণ্ড, ছেলেবেলার বন্ধু, তিনিই প্রথম রবিকাকার ‘কবি-কাহিনী’ ছাপিয়ে ছিলেন। তিনি একৰার কোনো-এক বিশেষ ব্যক্তির নামে কী বলেছিলেন যে ও লোকটি স্পাই। তাকে রবিকাক এ্যায়সা তাড়া মারলেন, বললেন, তোমাদের কেবল সন্দেহ কেবল অবিশ্বাস লোকের উপরে। বুঝে দেখে, ছেলেবেলার বন্ধু ভালো বুঝে কথাটা বলতে এসে তাড়া খেয়ে ফিরে যান। সত্যিই আশ্চর্য মানুষ রবিকাক, এমন সরল বিশ্বাস সবার উপরে। কাউকে কোনো দিন সন্দেহের চোখে দেখতে দেখি নি।