পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৩৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম যে, শ্রেষ্ঠ যে, সত্য যে, প্রেমিক যে, আলো যে, জীবন যে, আনন্দ যে, তার জন্য ! এপারের বন্ধু, সে তো ওপারেরও বন্ধু— ছন্দ-সহচর। তাকে যে দেখতে পাচ্ছি কবিতার সঙ্গে অভিন্নরূপে । তার স্মৃতি গোপনে রাখা, ধরে দিয়ে একদিন তারি পায়ে যে সত্য-প্রেমিক সত্য-কবি ও সত্যাশ্রয় ; যার পরিচয় সত্যেন্দ্রই আমাদের দিয়ে গেলেন নিজের সমস্ত জীবনকে তার দিকে প্রণত করে। মন দৃঢ় করো– সত্য-দেবতাকে নতি দেবার জন্যে দৃঢ় করে ; সত্যের স্মৃতি ধরে রাখে কমল-দলের নির্মল বেষ্টনে, অপেক্ষ করে তারি জন্য দিন যাকে প্রণতি দিয়েছে, রাত যাকে প্রণতি দিয়েছে, আমাদের কবি যাকে প্রণতি দিতে চলে গিয়েছে ব’লে— ‘কার কাছে তুই অমন করে নোয়ালি মাথা । নয় সে গুরু, নয় সে পিতা; নয় সে মাতা ! নয় সে রাজা, নয় সে প্রভূ, দিগ্বিজয়ী নয় সে কভু, পরাজয়ের ধুলায় ও যে তার আসন পাতা ! নয় সে স্বদেশ, সমাজ সে নয় নয় রে, নয় সে বজ্র, নয় সে ভীষণ ভয় রে, নয় সে স্বর্য, নয় সে আকাশ, নয় সে গোপন, নয় সে প্রকাশ, সত্য-স্বপন ব্যক্ত-গোপন তার মাঝে গাথা ।”