এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
সুন্দর, নাচ হত সুন্দর, তবে দেবত হয়তো অন্তরকম উপদেশ দিতেন।” আসল কথা হচ্ছে যে আর্টি আমাদের জীবনযাত্রার সঙ্গে সমান তালে চলল না— সে কাজে এল না কারে । মদের নেশার মতো থিয়েটার-বায়োস্কোপের নেশ পেয়ে বসে অনেক লোককেই, কেননা রঙ্গমঞ্চট খানিকট দূর থেকে লোভ দেখায়। রঙ্গপীঠ একটা মায়াপুরীর মতো দূরে থেকে মনট'কে টানে— এই হল থিয়েটারে যাবার প্রাদুর্ভাবের কারণ এবং যাত্রার আসরের তিরোভাবের কারণ ।