পাতা:অবনীন্দ্র রচনাবলী প্রথম খণ্ড.djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞপ্তি অবনীন্দ্রনাথের সমগ্র রচনা কয়েকটি পৃথক্ খণ্ডে সংকলিত হবে। প্রকাশিত এই প্রথম পণ্ডে গৃহীত হল তার স্মৃতিকথাগুলি। পূর্বে গ্রন্থভূক্ত হয় নি, সাময়িক পত্রে বিক্ষিপ্ত এমন কয়েকটি রচনাও এখানে সংযোজিত হল । এই খণ্ড প্রস্তুত হল শ্রীপুলিনবিহারী সেন ও শ্রীশঙ্খ ঘোষের সহায়তায় । বিশ্বভারতী কর্তৃপক্ষ, মোহনলাল গঙ্গোপাধ্যায়, শ্রীমতী মিলাড গঙ্গোপাধ্যায়, শ্রীমতী রানী চন্দ, শ্রশোভনলাল গঙ্গোপাধ্যায়, শ্রীকানাই সামস্ত, শ্রীচিত্তরঞ্জন দেব, শ্রীসনৎকুমার গুপ্ত ও ক্রস্তুবিমল লাহিড়ীর কাছে নানাবিধ আনুকূল্য পাওয়া গেছে। কোনো কোনো অনিবার্য সংকটের ফলে প্রথম খণ্ডের প্রকাশনে অনেক বিলম্ব হল। এজন্য আমরা কুষ্ঠিত। পরবর্তী খণ্ডগুলির প্রকাশ ঈষৎ ত্বরান্বিত হবে, এ-রকম আশা করা যায়। দ্বিতীয় সংস্করণ অল্পদিনের মধ্যেই যে রচনাবলীর দ্বিতীয় সংস্করণ ছাপতে হলো, এটা অবনীন্দ্রনাথবিষয়ে পাঠকদের আগ্রহেরই প্রমাণ। আমরা এতে অনেকটা উৎসাহ বোধ করছি। প্রয়োজনমতে অল্প কিছু পরিমার্জন সম্ভব হল এই মুদ্রণে ।