পাতা:অবলা প্রবলা.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবলা ৷ , ২৯ সুপ্রভায় । দ্বিজ গণ অবিরত, বেদধ্বনি করে কত, শঙ্খ ঘণ্টবাজে অনিবার। শ্রবণে প্রফুল্লকায়, কিবা সাধ্য বর্ত্তিবায়, বাথানিল ভাট বার২ ৷ সম্মুথে তে রাজ দ্বার, ছেরি হয় চমৎকার, আনন্দে হইল আগুসার ৷ যম সম জমাদার, দ্বারি গণ রাখে স্বার, ভণে দ্বিজ শ্রী কালীঙ্গমার । অথ ভাটের অরুণ পুর প্রবেশ ও রাজার সহিত কথা । পয়ার। হেরি রাজ নিকেতন পুলকিত কায়। সা ক্ষত করিতে রাজে দ্রুত ভাট যায়। কালান্ত কা. লের প্রায় দ্বারে জমাদার । উতরিয়া নিকটে জানায় সমাচার । সুখকর সম্বাদ শুনিয়া দ্বারপাল । ছাড়ি দিল দ্বারে যেতে যথা মহীপাল । নৃপের নিকটে পরে করিতে গমন । সভার শোভন হেরি পুলকিত মন ॥পাত্র মিত্র দেওয়ান মনসী কারজন। দপ্তরির মোহুরির কাগজে নিপুণ । পুরো হিত দ্বিজ বৈসে পণ্ডিতাদি কত । কথক পাঠক কবিরাজ শত শত। ভাউয়ে ভর্ত্তক ভাক্ত ভাড় ভট্ট গণ। ভূপতির যশোগুণ গানেতে মগন । ফুকারে নকিব খাড়া আসা সোটা দার। টানা পাথা টানে২ টানে অনিবার ৷ পাহারায় চুপ চাপ দাপ করে।