পাতা:অবলা প্রবলা.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৪ অবলা প্রবলা । যুবরায়। পাইলে উত্তম কাল কালের প্রভায় । রমণী মিলিল নাকি রমণীর মণী । অন্য নারী মনে নাছি হবে গুণমণি । নব রস আস্বাদনে মত্ত হবে মন । পুরাতন প্রেমে আর কিবা প্রয়ো জন । একে ত্তমি ভূষিত চাতক সমতায় । জীবন পাইবা পেয়ে জীবন যোষায় । হরিবে হরিষে কাল পুরিবে বাসনা । সাক্ষাত পাবনা মোর। করি উপাসনা । নবোঢ়া নায়িক হবে প্রৌঢা মোর! সব । অণথির পলক মিলা হবে অসম্ভব । এই মত করে ছল কথায় কথায় । হাসিয়া যুবর্তী গণে কহে যুবরায়। কেন২ ধনি সবে কহ হেন বাণী । অসম্ভব সম্ভব নাহয় কছু জানি । বিবাহ হইলে প। রে কথা কি না কয় । উপহাস যোগ্য বাক্য কে করে প্রত্যয় । নবীন। কামিনী যদি কোনজন পায়। অন্য নারী প্রতি সে কি ফিরিয়া নাচায় । একি বিপরীত কথা কহু অনুক্ষণ । কেনাহি রজত চাহে পাইলে কাঞ্চন । নারীর সমান নছে পুরুষ পাষাণ। এক জনে ছাড়ি অন্য জনে দেয় প্রাণ ৷ প্রথম পিরীতি যবে করে সীমান্তনা। কথায় কথার মূলে প্রাণ ল’ য় কিণি৷ কিছুদিন তার সহ প্রেম আলাপনে । বি রক্ত হইয়। পুনঃ ভজে অন্য জনে। না করে বাসন