পাতা:অবলা প্রবলা.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অবলা প্রবল” । । సిన সৌরভ ফুরায় । তাহে ফেলি আরবার আর জনে চায় না চায় নয়ন মেলি যুচায় উল্লাস । পুনঃ২ iয় অন্য রমণীর পাশ । তাহে ফের দিয়া ফের ফেরে অন্য ঠাই । মুবার স্বভাব অলি বলিহারি যাই। নাকরে স্মরণ কভুকামিনীর থেদ। প্রাণনাশে অবলার বিষম বিচ্ছেদ। অথল অবল নারী সরল আন্তর । পরের পিরীতে মজি হেরয় কপির। পরম সন্তোষ হয় পর পর শনে । পরকাশ পায় মনঃপদ্ম গর মনে পরম্প্রায় শুনিলে পরের গুণ গান। পূৰ্বগর নাহি ভেবে সুখী হয় প্রাণ ৷ পর যদি পর বাসে করে গরর মে । তথাপি পরাণ কামেদ যেতে পর পাশ । পরে করে পর ওপর পরব্রহ্ম জ্ঞান · সঙ্গত পরের কাছে পরের বাথান ৷ পর সে পরশমণি ভাবয় রমণী। পরাশীর হার গলে পরয় অপনি। সঙ্গিনী সমূহ সঙ্গে মিলি পরস্পর ৷ পর প্রণয়ের কথা কহে পর পর ৷ পর কিন্তু নাহি দেয় পর কয়ে প্রাণ। পরাধীন নারী তার না পায় সন্ধান । পর দুঃথে দুঃখ সদা সুখী পর সুথে। পরমাদগণে মনে পরপরাঙ মুথে ॥ঘরে পরে গঞ্জন করয়পর লাগি । তথাপি তৎপর হৈতে পরের সোহাগী । পরন্ত । গরের গুণ শুন আর বলি। পরে এত করে পরে অ