এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পলাতক তুফান
৫৯
তবে কলিকাতাবাসীরা আপাততঃ বহুবিধ চাপের নীচে আছে:—
১ম | বায়ু | প্রতি | বর্গইঞ্চি | ১৫ | পাউণ্ড |
২য় | ম্যালেরিয়া | „ | ২০ | „ | |
৩য় | পেটেণ্ট ঔষধ | „ | ৩০ | „ | |
৪র্থ | ইউনিভার্সিটি | „ | ৫০ | „ | |
৫ম | ইন্কম ট্যাক্স | „ | ৮০ | „ | |
৬ষ্ঠ | মিউনিসিপাল ট্যাক্স | „ | ১ | টন। |
বায়ুর ২/১ ইঞ্চি চাপের ইতর বৃদ্ধি ‘বোঝার উপর শাকের আঁটি’ স্বরূপ হইবে। সুতরাং কলিকাতায় এই নূতন অধ্যাপনা আরম্ভ করিলে বিশেষ যে উপকার হইবে এরূপ বোধ হয় না।
তবে সিমলা পাহাড়ে বায়ুর চাপ ও অন্যান্য চাপ অপেক্ষাকৃত কম। সেখানে উক্ত অধ্যাপক নিযুক্ত হইলে বিশেষ উপকার দর্শিতে পারে।”
ইহার পর গভর্ণমেণ্ট নিরুত্তর হইলেন। হাওয়া আফিস এবারকার মত অব্যাহতি পাইল।
কিন্তু যে সমস্যা লইয়া এত গোল হইল তাহা পূরণ হইল না।
একবার কোন বৈজ্ঞানিক বিলাতের ‘নেচার’ কাগজে লিখিয়াছিলেন বটে; তাঁহার থিয়োরী এই যে, কোন অদৃশ্য ধূমকেতুর আকর্ষণে আবর্ত্তমান বায়ুরাশি ঊর্দ্ধে চলিয়া গিয়াছে।