পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রভভক্ত।ণ শকুতল। প।vফ । নচন্তু কণু (শকুন্তলাকে বিলোকন করিয়া) বৎসে ! সম্প্রতি তোমাকে কিছু লৌকিক শিক্ষা দিব, আমরা বনবাসি হইলেও লৌকিক ব্যবহার অবগত আছি । শিষ্য। ভগবন! ধীমানদিগের কিছুই অবিদিত নাই। কণু বৎসে ! তুমি পতিগৃহে গিয়া করো বাছা গুরু জনে, সেবা ভক্তি হৃষ্ট মনে, সপত্নীরে ভেবো সখীমত । ক্রোধ করে যদি পতি, হৈওনাক রুষ্টমতি, স্নেহ করে পরিজনে যত ॥ ভোগেতে বাসনা মনে, না করিহ অনুক্ষণে, গৃহিণীর এই জেনে ধর্ম্ম । এসব না শিখে যারা, কলঙ্কিনী হয় তারা, বাছা এই জেনো সার মর্ম্ম ॥ - গৌতমী বা কি উপদেশ দেন তাহ৷ শ্রবণ কর । গোত। এই সকলই বধুদিগের প্রতি উপদেশ, যাদু ! অব ধারণ কর, বিস্মৃত হইও না। কণু বৎসে ; আইস, আমাকে এবং সখীদিগকে আলি জন কর । শকু। তাত ! সখীরা কি এইস্থান হইতে প্রত্যাগমন করি বেক, আমার সহিত যাইবেক না । কণু বৎসে । উহাদের সে স্থানে যাওয়া উচিত নহে, গো তমী তোমার সহিত যাইবেন ।