পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অভিজ্ঞান শকুন্তলা নাটক । - న\రి শকু। তাত ! কত দিনে আবার এই তপোবন দর্শন করিব । কণু । শ্রবণ কর। ধরার সপত্নী হয়ে, সুখ ভুঞ্জি স্বামি লয়ে, প্রসব করিবে সুনন্দন । তারে দিয়ে রাজ্যভার, স্বামি সহ পুনর্ব্বার, এস বাছা আমার সদন ॥ - গোত। যাদু ! তোমার গমনবেল অতীত হইল, অতএব পিত হইতে নিবৃত্ত হও । অথবা ভগবন্‌ ! শকুন্তল৷ শীঘ্র নিবৃত্ত হইবে না, আপনিই নিবৃত্ত হউন। কণু বৎসে । আমার তপোবনানুষ্ঠানের ব্যাঘাত হই তেছে । - শকু তপোবনব্যাপারে সতত রত থাকিয়া পিতা निরুৎকণ্ঠ হইবেন, কিন্তু আমিই উৎকণ্ঠাভাগিনী হইলাম । - কণু (নিশ্বাস ত্যাগ করিয়া)"বৎসে ! সময়ে শোকের শান্তি বলে সর্ব্ব নরে । কিন্তু বাছা তোমার ছড়ান ধান্য ঘরে । যখন দেখিব মন হবে উচাটন। কি ৰূপে করিব শান্ত মনেরে তখন ॥ | সম্প্রতি তবে গমন কর, তোমার পথ মঙ্গলবহ হক। (অতঃপর শকুন্তলার সহিত তৎসহগামি সকলে নিস্কান্ত হইলেন । )