এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
సిY • অভিজ্ঞান শকুন্তলা নাটক। স্থবিরের মন হয় কভু ভ্রান্তিময় । কখন বা হয় মনে প্রবোধ উদয় ॥ নির্ব্বাণ সময়ে দেখ দীপ যে প্রকার। ক্ষণেকে উজ্জল হয় ক্ষণে অন্ধকার । ( কতিপয় পদ গিয়া অবলোকন পূর্বক ) ঐ ষে মহারাজ ! পুত্র প্রায় পালন করিয়ে প্রজাগণে । আছেন নির্জনে ভূপ মহা হৃষ্ট মনে । স্বযুথ চরায়ে করা রৌদ্রেতে যেমন । ক্লান্ত হয়ে করে স্নিগ্ধ গুহায় গমন ॥ ইদানীং ধর্ম্মাসনহইতে উত্থিত মহারাজকে, কণ্ঠশিযদিগের আগমন বৃত্তান্ত নিবেদন করিবার নিমিত্ত সত্যই আমি শঙ্কিত হইতেছি, কিন্তু লোকপালদিগের বিশ্রাম কোথায় ? কারণ বিভাকর নভোপথে, একবার স্বীয় রথে, করি অশ্ব যোজনা বিরাম নাহি তার । পবন সতত বহে, শেষ ধরা ধরি রহে, তবু শ্রাস্ত নহে রাজধর্ম্ম সে প্রকার । ( এই বলিয়া গমনোদ্যম করিল। )