?ᎣᎭ অভিজ্ঞান শকুন্তলা নাটক। দক্ষ তুমি প্রজাদের দ্বন্দু নিবারণে । আর অবিরত রত তাদের রক্ষণে ॥ জ্ঞাতিগণে বিপুল ঐশ্বর্য্য দেহ ভাগ । বন্ধু কার্য্যে জানি তব শেষ অনুরাগ । রাজা । ( শ্রবণ করিয়া আশ্চর্য্য) আহা ! এ স্তুতি পাঠ কাহার করিতেছে, আমি কার্য্যানুশাসনে সাতিশয় পরিশ্রান্ত হইয়াও ইহাদিগের কর্তৃক পুনর্বার বীত শ্রম হইলাম । বিদু। (হাস্য করিয়া) গোপালকের প্রীত বাক্যে বৃষের শ্রম কি নাশ হয় ? রাজা । (ঈষৎ হাস্য করিয়া ) তুমি এখন আসন গ্রহণ কর । ( উভয়ে উপবেশন করিলেন; পরিজনেরাও যথাস্থানে থাকিল । ) নেপথ্যে বীণ। শব্দ । বিদূ। (কর্ণ দিয়া ) বয়স্য ! সঙ্গীতশালার মধ্যে, তাললয় বিশুদ্ধ বীণার স্বরে গীত শ্রবণ করিতেছি, আপনি উহাতে কর্ণ প্রদান করুন, বোধ করি, তথায় দেবী হংসবতী বর্ণ পরিচয় করিতেছেন । রাজা ! স্থির হও আমি শ্রবণ করি । কঞ্চকী। ( বিলোকন করিয়া ) অয়ে ! মহারাজকে অন্যাসক্তচিত্ত দেখিতেছি, অতএব আমি কিঞ্চিৎ অবসর প্রতীক্ষা করি । ( ইহা কহিয়া নিজনে থাকিল । )
পাতা:অভিজ্ঞান শকুন্তলা নাটক.djvu/১০৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।